সংক্ষিপ্ত

  • ভোটের মুখে কংগ্রেস বিধায়কের পরিবার ভাঙন
  • দলবদল করলেন বিধায়কের দুই ভাইপো
  • একজন যোগ দিলেন তৃণমূলে, অন্য়জন বিজেপিতে
  • চাঞ্চল্য ছড়াল জেলার রাজনীতিতে
     

বিধানসভা ভোটের মুখে এবার কংগ্রেস বিধায়কের পরিবারে ভাঙন ধরাল তৃণমূল ও বিজেপি। কলকাতায় দিয়ে দলবদল করলেন পুরুলিয়া বাগমুন্ডির বিধায়ক নেপাল মাহাতোর দুই ভাইপো।

আরও পড়ুন: দলের শীর্ষ নেতৃত্বের হস্তক্ষেপে সিদ্ধান্ত বদল, ইস্তফা দিচ্ছেন না বিধায়ক বেচারাম মান্না

পুরুলিয়া জেলায় তাঁকে কংগ্রেসের মুখ বলা চলে। বাগমুন্ডির কেন্দ্রের দীর্ঘদিনের বিধায়ক নেপাল মাহাতো। হাজারো প্রলোভনে অন্য কোনও দলের যোগ দেননি তিনি। পরিবারের লোকেরা কিন্তু ভিন্ন পথে হাঁটলেন। নেপাল মাহাতোর ভাই সুভাষ মাহাতো একসময়ে পুরুলিয়ারই ঝালদার বিধায়ক ছিলেন।  ৭ নভেম্বর জেলা পরিষদের সভাপধিপতি তথা তৃণমূল কো-অর্ডিনেটর সুজয় বন্দ্যোপাধ্যায়ে নেতৃত্বে কলকাতায় গিয়ে দলবদল করে ফেললেন প্রাক্তন বিধায়ক সুভাষ মাহাতোর ছেলে সিদ্ধার্থ। সপ্তাহ ঘুরতে না ঘুরতেই আবার সস্ত্রীক বিজেপিতে যোগ দিলেন সিদ্ধার্থের ভাই সুব্রতও। দু'জনেই সম্পর্কে বাগমুন্ডির কংগ্রেস নেপাল মাহাতোর ভাইপো। পুরুলিয়ার বিজেপি জেলা কার্য়ালয়ে সুব্রত ও তাঁর স্ত্রী শর্মিষ্ঠার হাতে দলের পতাকা তুলে দেন সাংসদ জ্যোর্তিময় সিং মাহাতো।

আরও পড়ুন: রাস্তা অবরোধ করে চলছে দিলীপ ঘোষের ওপর হামলার প্রতিবাদ, দেখে নিন ভিডিও

কী বলছেন বিধায়ক নেপাল মাহাতো? বাগমুন্ডির বিধায়ক বলেন, 'দুটি দলই দেউলিয়া হয়ে গিয়েছে। ছোট ছোট ছেলেগুলি রাজনীতি বোঝে না। ভুল বুঝিয়ে তাঁদের দলে টানল। ভাই-ভাইয়ে বিভেদের চেষ্টা করে লাভ হবে না। বাগমুন্ডিতে বিরাট ব্যবধানে জিতবে কংগ্রেস।'