সংক্ষিপ্ত

 দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী ব্লকের ডিটলহাট এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ভষ্মিভূত হল ৬ টি দোকান।  সব মিলিয়ে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।


 দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী ব্লকের ডিটলহাট এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ভষ্মিভূত হল ৬ টি দোকান। পুড়ে যাওয়া দোকান গুলির মধ্যে রয়েছে লটারি, ফল, স্টেশনারি, খাবারের দোকান। সব মিলিয়ে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।  পুরো বিষয়টি খতিয়ে দেখছে বংশীহারী থানার পুলিশ ও  দমকল।

আরও পড়ুন, বিশ্ব আদিবাদী দিবসে ঝাড়গ্রাম সফরে মমতা, বানভাসি এলাকাও পরিদর্শন করবেন মুখ্য়মন্ত্রী
 শুক্রবার গভীর রাতে  দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী ব্লকের ডিটলহাট এলাকায় ভয়াবহ আগুনে ছয়টি দোকান পুরো ভস্মীভূত হয়েছে। এদিকে ক্ষতিগ্রস্ত পরিবারের তরফে ক্ষতিপূরণের দাবি জানানো হয়েছে। অগ্নিকাণ্ডের ঘটনা জানাজানি হতেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা অনেকেই প্রথম অবস্থায় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। যদিও তা সম্পূর্ণরূপে ব্যর্থ হয়। এরপরই খবর দেওয়া হয় বুনিয়াদপুর দমকল বাহিনী ও বংশীহারী থানার পুলিশকে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে আসে বুনিয়াদপুর ও গঙ্গারামপুর দমকল কেন্দ্র থেকে দমকলের দুটি ইঞ্জিন। দমকলের দুটি ইঞ্জিনের ঘণ্টা খানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে ছয়টি দোকান ভস্মীভূত হয়ে যায়। 

"

আরও পড়ুন, গভীর রাতে বড় দুর্ঘটনা জাতীয় সড়কে, ফ্লাইওভার টপকে ট্রাক পড়ল ঝোঁপে, গুরুতর জখম ৩

রাতের বেলা অগ্নিকাণ্ড ঘটায় কোন রকম হতাহতের খবর নেই। অগ্নিকাণ্ডের কারণ এখনও পর্যন্ত জানা যায় নি। যদিও দমকল ও স্থানীয়দের প্রাথমিক অনুমান শর্ট-সার্কিট থেকেই হয়তো দোকানে আগুন লাগার ঘটনা ঘটে। উল্লেখ্য, প্রতিমাসেই রাজ্য জুড়ে কোথাও না কোথাও ভয়াবহ অগ্নিকাণ্ড লেগেই আছে। রেলের অফিস হোক কিংবা পাকস্ট্রিট চত্ত্বরের বহুতল প্রতিবারই একই দৃশ্য় ফিরে আসছে শহরেরও বুকেও। সম্প্রতিকালে অন্যতম বড় অগ্নিকাণ্ডের মধ্যে অবশ্যই উল্লেখ্য মধ্যমগ্রামের কারখানা। যেখানে অগ্নিদগ্ধ হয়ে প্রাণ হারান ৪ শ্রমিকও।
 

    আরও পড়ুন, ভাইরাসের ভয় নেই তেমন এখানে, ঘুরে আসুন ভুটানে  

আরও দেখুন, মাছ ধরতে ভালবাসেন, বেরিয়ে পড়ুন কলকাতার কাছেই এই ঠিকানায়  

আরও পড়ুন, রাজ্য়ের সর্বনিম্ন সংক্রমণ এই জেলায়, বৃষ্টিতে হারাতেই পারেন পুরুলিয়ার পাহাড়ে

আরও দেখুন, বৃষ্টিতে বিরিয়ানি থেকে তন্দুরি, রইল কলকাতার সেরা খাবারের ঠিকানার হদিশ  

আরও দেখুন, কলকাতার কাছেই সেরা ৫ ঘুরতে যাওয়ার জায়গা, থাকল ছবি সহ ঠিকানা 

আরও পড়ুন, বনগাঁ লোকাল নয়, জাপানে ঠেলা মেরে ট্রেনে তোলে প্রোফেশনাল পুশার, রইল পৃথিবীর আজব কাজের হদিস 

YouTube video player