সংক্ষিপ্ত

তৃণমূলের শাসনকালে এই প্রথমবার হিডকোর চেয়ারম্যান পদে কোনও মন্ত্রীর নাম ঘোষণা করা হল। এর আগে এই দায়িত্ব পালন করছিলেন দেবাশিস সেন। তাঁকে ম্যানেজিং ডিরেক্টর করা হয়েছে। 

হিডকো-র চেয়ারম্যান হলেন আবাসনমন্ত্রী ফিরহাদ হাকিম। এর ফলে এখন থেকে নিউটাউনের উন্নয়নের দায়িত্ব চাপল তাঁর কাঁধেই। বৃহস্পতিবার আবাসন দফতরের তরফে প্রকাশিত একটি নির্দেশিকায় এই ঘোষণা করা হয়েছে। তৃণমূলের শাসনকালে এই প্রথমবার হিডকোর চেয়ারম্যান পদে কোনও মন্ত্রীর নাম ঘোষণা করা হল। এর আগে এই দায়িত্ব পালন করছিলেন দেবাশিস সেন। তাঁকে ম্যানেজিং ডিরেক্টর করা হয়েছে। এখন থেকে পরিবহন ও আবাসন মন্ত্রক, কলকাতা পুরসভার প্রশাসকের দায়িত্বের পাশাপাশি হিডকোর চেয়ারম্যানের দায়িত্বও পালন করতে হবে ফিরহাদকে। 

আরও পড়ুন- দেশে পরিবর্তনের দরকার, দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন জাভেদ আখতার-শাবানা আজমির

যদিও এতে বিতর্কের কোনও বিষয় নেই বলে জানিয়েছে প্রশাসনিক মহলের একাংশ। কারণ আবাসন দফতরের অধীনেই রয়েছে হিডকো। তাই সেক্ষেত্রে ফিরহাদ এর চেয়ারম্যান হতেই পারেন। এর আগে রাজ্যে বামেরা ক্ষমতায় থাকাকালীন হিডকোর চেয়ারম্যান ছিলেন তৎকালীন আবাসনমন্ত্রী গৌতম দেব। তখন আবাসন দফতরের অধীনেই ছিল হিডকো।

আরও পড়ুন- 'খেলা' শুরু ত্রিপুরায়, কংগ্রেস থেকে তৃণমূলে যোগ প্রাক্তন বিধায়ক সহ ৪০ জনের

YouTube video player

তবে ২০১১ সালে রাজ্যে তৃণমূল ক্ষমতায় আসার পর আবাসন দফতর থেকে সরিয়ে হিডকো-কে আনা হয়েছিল পুর ও নগরোন্নয়ন দফতরের অধীনে। সে সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন যে, হিডকোর চেয়ারম্যান হবেন কোনও সরকারি পদস্থ আধিকারিক। সেই মতো এতদিন এর দায়িত্ব সামলাচ্ছিলেন দেবাশিস সেন। 

আরও পড়ুন- এবার থেকে বাংলাতেই পড়া যাবে ইঞ্জিনিয়ারিংয়ের কোর্স, বিশেষ ঘোষণা নরেন্দ্র মোদীর

এদিকে কয়েক মাস আগেই হিডকোকে নগরোন্নয়ন দফতর থেকে ফের আবাসন দফতরের অধীনে সরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তারপরই ফিরহাদকে চেয়ারম্যান করা হল। তবে আবাসন মন্ত্রী হওয়ার কারণেই তাঁকে চেয়ারম্যান করা হয়েছে বলে সূত্রের খবর।

YouTube video player