সংক্ষিপ্ত

বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী জানিয়েছেন, হাঁসখালিকাণ্ডে ইচ্ছেকৃত ও সংঘটিতভাবে তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে। নির্যাতিতাতে কেন তড়িঘড়ি শ্মশানে নিয়ে যাওয়া হল তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। 

হাঁসখালির গণধর্ষিতা নাবালিকাকে প্রমাণ লোপাটের জন্য জ্যান্ত পুড়িয়ে হত্যা করা হয়নি তো? এমনই বেশ কিছু প্রশ্ন নিয়ে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে রিপোর্ট দিল রাজ্য বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি। একই সঙ্গে রিপোর্টে বলা হয়েছে গত দেড় সপ্তাহে বাংলায় ৩০ জন মহিলা ধর্ষণের শিকার হয়েছে। হাঁসখালিকাণ্ডে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির সদস্য রাজ্যের বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী জানিয়েছেন, হাঁসখালিকাণ্ডে ইচ্ছেকৃত ও সংঘটিতভাবে তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে। নির্যাতিতাতে কেন তড়িঘড়ি শ্মশানে নিয়ে যাওয়া হল তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। 

অন্যদিকে রাজ্য বিজেপির দেওয়া রিপোর্ট বলা হয়েছে বাংলার মানুষ চাইছে  অবিলম্বে এই রাজ্যে ৩৫৫  ও ৩৫৬ ধারা জারি করা হোক। বিজেপির পক্ষ থেকে রাজ্যে আইনশৃঙ্খলার অবনতি হয়েছে বলেও রিপোর্টে দাবি করা হয়েছে। তার কারণ হিসেবে উত্থাপন করা হয়েছে এই রাজ্যের একের পর এক নারী নির্যাতনের অভিযোগগুলি। পাশাপাশি হাঁসখালিকাণ্ডে রাজ্যের শাসকদলের নির্দেশে পুলিশ দ্রুত তথ্য প্রমাণ লোপাট করার চেষ্টা করেছে সেই অভিযোগও তোলা হয়েছে। কারণ সম্প্রতী নির্যাতিতা নিহত নাবালিকার বাবা অভিযোগ করেছেন মূল অভিযুক্ত অর্থাৎ গ্রামের তৃণমূল নেতার ভয়ে তাঁরা চুপ করেছিলেন। কিছুটা বাধ্য হয়েই মেয়ের মৃত্যুর পর পুলিশে রিপোর্ট না করে শ্মশানে নিয়ে যেতে বাধ্য হয়েছিলেন। অন্যদিকে নিহতের মা জানিয়েছেন, যেদিন তাঁর মেয়ে তৃণমূল নেতার ছেলের জন্মদিন থেকে ফিরেছিল সেদিন যারা তাঁর মেয়েকে বাড়িতে দিয়েছিল তারা মুখ বন্ধ রাখতেও নির্দেশ দিয়েছিল।  

এই ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বিষয়টি নিয়ে মুখ খুলেছেন। তিনি এই ঘটনাটিকে তেমন গুরুত্ব দিতে নারাজ ছিলেন। তিনি বলেছিলেন, দিয়ায় য়ে কিশোরীর মৃত্যু হয়েছে তাকে কী বলা হবে - তা নিয়ে। তারপর তিনি নিজেই বলেন, 'এটিকে আপনি কি ধর্ষণ বলবেন? সেকি গর্ভাবতী ছিল? তার তো একটি ছেলের সঙ্গে লাভ অ্যাফেয়ারও ছিল ?' তারপরই তিনি বলেন তিনি পুলিশের কাছে জিজ্ঞাসা করেছেন। যে ছেলেটির নামে অভিযোগ উঠেছে তাকে গ্রেফতার করা হয়েছে। এপ্রসঙ্গে বলা ভালো যে ধৃত মূল অভিযুক্তের বাবা তৃণমূল কংগ্রেসের দাপুটে নেতা। তাঁরই নির্দেশে নিহত কিশোরীর পরিবারেরস সদস্যরা চুপ করে রয়েছে। গোটা গ্রামও চুপ করে রয়েছে তৃণমূল নেতার ভয়। এদিন মমতা সেই প্রসঙ্গও উল্লেখ করে বলেন,  'এখন সকলেই তৃণমূল কংগ্রেস করে।' মমতা আরও বলেন, ছেলেটির সঙ্গে মেয়েটির একটি সম্পর্ক ছিল। তা নিয়ে পরিবারও অবগত ছিল। তিনি আরও বলেন কারও প্রেমের সম্পর্ক তিনি আটকাতে পারবেন না। একই সঙ্গে তিনি বলেন এটা উত্তর প্রদেশ নয়। এখানে লাভ জিহাদ হয় না। প্রত্যেকেরই ব্যক্তিগত স্বাধীনতা রয়েছে। তবে দোষীদের গ্রেফতার করা হবে ও শাস্তি দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। 

যদিও সিবিআইএর নির্দেশে হাঁসখালি গণধর্ষণকাণ্ডের তদন্ত চলেছে গেছে সিবিআইএর হাতে। নিহত নাবালিকার ডিএনএ টেস্ট করা হতে পারে বলেও সিবিআই সূত্রের খবর। পাশাপাশি সিবিআই আধিকারিকরা ইতিমধ্যেই এই ঘটনায় জড়িত সন্দেহে একাধিক মানুষতে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। 

পঞ্চায়েত ভোটের এক বছর আগেই কি 'অমিত-টনিক', মে মাসে তিন দিনের বাংলা সফর স্বরাষ্ট্রমন্ত্রীর

দিল্লির পর এই শহরেও কোভিড-১৯এর কালো ছায়ায়, দৈনিক আক্রান্তের সংখ্যা ভাঙল মার্চের রেকর্ড

টিকে থাকার শেষ চেষ্ট ইউক্রেন বাহিনীর, ভিডিওতে দেখুন রাশিয়ার সমর যান লক্ষ্য করে হামলা