বাপের বাড়ি থেকে টাকা আনার জন্য় চাপ তৈরি করা হয় গৃহবধূর ওপর দিনের-পর-দিন চলত ঝগড়া, বাড়িতে কাকচিল বসতে পারত না রবিবার সকালে ঝগড়়া চরমে ওঠে বলে জানান প্রতিবেশীরা তারপরেই মেনকা বিবিকে গলা কাটা অবস্থায় উদ্ধার করে পুলিশ

স্বামী-স্ত্রীর মধ্য়ে প্রায়ই ঝগড়া নাকি ঝগড়া লাগত বাপের বাড়ি থেকে টাকা আনার জন্য়ও নাকি মারধর করা হতরবিবার সকালে দু-পক্ষের অশান্তিতে রীতিমতো ঘুম ভেঙে গিয়েছিল পড়শিদেরতারপরেই খুন হন ৩২ বছরের গৃহবধূ মেনকা বিবিবসিরহাটেরপ স্বরূপনগর থানার ভেকুটিয়া গ্রামের এই ঘটনায় এদিন সকালে চাঞ্চল্য় ছড়ায়

স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ যায় ঘটনাস্থলেগিয়ে দেখে, রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন মেনকা বিবিতাঁর গলায় কোপ, পেটেও কোপ পুলিশ দেহ উদ্ধার করে নিয়ে যায় ময়নাতদন্তের জন্য়গ্রেফতার করা হয় স্বামী আজিজকেএকইসঙ্গে গ্রেফতার করা হয় শ্বশুর আতর আলিকেও

প্রতিবেশীরা জানান, প্রায়ই ওই পরিবারে ঝগড়া লেগে থাকত মেনকা বিবিকে বাপের বাড়ি থেকে টাকাপয়সা আনার জন্য়ও নাকি জোর করা হতআর পুরো ব্য়াপারটায় মদত ছিল শ্বশুরেরস্থানীয়রা মনে করছেন, ওই পরিবারে পারিবারিক অশান্তির জন্য় আজিজই দায়ী সে কাজকর্ম কিছু করত নাখালি বউকে টাকা আনার জন্য় চাপ দিতযেরকম নৃশংসভাবে খুন করা হয়েছে, তা দেখে কেউ কেউ তো আজিজের ফাঁসির দাবিও করেন