সংক্ষিপ্ত

বুধবার কাক ভোরে আনিসের দাদা সাবির খানের মোবাইলে একটি ফোন আসে। এক অজ্ঞাত নম্বর থেকে ফোনটি আসে বলেই পরিবারের দাবি। ওই ফোনে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি তাকে জানে মেরে ফেলার হুমকি দেন বলেই অভিযোগ করেন সাবির খান।

হাওড়ার (Howrah) আমতার (Amta) ছাত্র নেতা আনিস খানের (Anis Khan) মৃত্যুর নিয়ে রহস্যের জট এখনও কাটেনি।  তা ক্রমশই ঘনীভূত হচ্ছে বলা যেতে পারে। বুধবার আনিস খানের দাবা মোবাইলে একটি হুমকি ফোন পেয়েছেন। যেখানে তাঁদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। তবে কে আনিস খানের দাদাকে ফোন করে হুমকি দিয়েছিল তা এখনও স্পষ্ট নয়। অন্যদিকে নিহতের পরিবার এখনও পর্যন্ত রাজ্য সরকারের কাছে মাথা নত করতে রাজি নয়। তারা ছেলের মৃত্যুর রহস্য উন্মোচনের জন্য সিবিআই (CBI) তদন্তে অনড় রয়েছে। 

বুধবার কাক ভোরে আনিসের দাদা সাবির খানের মোবাইলে একটি ফোন আসে। এক অজ্ঞাত নম্বর থেকে ফোনটি আসে বলেই পরিবারের দাবি। ওই ফোনে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি তাকে জানে মেরে ফেলার হুমকি দেন বলেই অভিযোগ করেন সাবির খান। তিনি জানান ভোরবেলা তার ফোনে অচেনা নম্বর থেকে ফোন টি আসে। সেই ফোনে ওপার থেকে তাকে হুমকি দেওয়া হয়। তাকে হুমকি দিয়ে বলা হয় যদি সে সিবিআই তদন্তের দাবি থেকে সরে না আসে তাহলে তাকে এই দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হবে। সাবির খান তাকে প্রশ্ন করাতে সে আবার বলে সিবিআই তদন্তের দাবি থেকে সরে আসতে নতুবা সে সাবিরকে দুনিয়া থেকে সরিয়ে দেবে। 

এভাবে হুমকি ফোন আসাকে কেন্দ্র করে নতুন করে বিতর্কের সূত্রপাত হলো বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল। উল্লেখ্য বারংবার সিটের কর্তারা তার বাড়িতে এসে তদন্তের কথা জানালেও সাবির ও সালেম খান কিন্তু সিবিআই ও কোর্টের মাধ্যমে তদন্তের দাবি জানিয়ে আসছেন। গতকাল দুবার সিটের সদস্যরা তাদের বাড়িতে গিয়ে খালি হাতে ফিরে আসে। তাদের ঘিরেও চলে ক্ষুব্ধ এলাকাবাসীদের বিক্ষোভ। তারই মাঝে সাবিরের মোবাইলে হুমকি ফোন এলাকার সাধারণ মানুষকে আরো বিক্ষুব্ধ করে তুলবে তা আর বলার অপেক্ষা রাখে না।

আনিস খানের খুনের ঘটনায় যখন রাজ্য রাজনীতি উত্তাল।  বাম ছাত্র সংগঠন রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন শুরু করেছে। হাওড়া পাঁচলা ছ নম্বর জাতীয় সড়কে অবরোধ করে বামফ্রন্ট ছাত্র সংগঠন। বিক্ষোভকারীদের বক্তব্য সিবিআই তদন্ত হোক পুলিশের উপরে তাদের কোনো আস্থা নেই। এরই পাশাপাশি আজকে একটি মুসলিম ধর্মীয় সম্প্রদায় কমিটির পক্ষ থেকে আমতা থানাতে ডেপুটেশন দেয়। সংগঠনের প্রধান উস্তি ওয়াসেম ভাই জানান তারা আজকে এলাকায় মৌন মিছিল করেছেন। তারপরে আমতা থানাতে স্মারকলিপি জমা করেছেন। এখন মৃত আনিশের বাড়িতে যাচ্ছেন। তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলবেন। তারা তাদের পাশে আছেন জানাবেন। আনিসের পরিবারের যে সমস্ত দাবি রয়েছে তাকে সমর্থন জানাবেন।

কিয়েভের অবস্থা ঠান্ডা যুদ্ধের সময়কার বার্লিনের মতো হবে না তো, ইউক্রেন পরিস্থিতি নিয়ে এক বিশেষ রিপোর্ট

'ডিএম কাকু'- বলে অফিসে ঢুকে নালিশ ৭ বছরের মেয়ের, অবাক জেলা শাসক

নবাব মালিক ইস্যুতে মমতাকে ফোন পাওয়ারের, জানতে চাইলেন 'কী করতে হবে'