সংক্ষিপ্ত

পৃথিবীতে সবথেকে বড় তাসের ঘর তৈরি করে বিশ্ব-রেকর্ড গড়েছেন অর্ণব। তবে, ‘তাসের ঘর’ নয়, এই মহান সৃষ্টিকে ‘তাসের কলকাতা’ বলা যেতে পারে।

পৃথিবীর বিভিন্ন অসাধ্য কাজের নজির নিয়ে গড়ে উঠেছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড (Guinness World Record)। সেই তালিকাতেই এবার সংযোজিত হল ১৫ বছর বয়সি কলকাতার ছাত্রের নাম। অর্ণব দাগা, ৪১ দিনের মনোযোগ এবং ধৈর্য্যে গড়ে উঠল বিরাট একটি তাসের ঘর। 

পৃথিবীতে সবথেকে বড় তাসের ঘর তৈরি করে বিশ্ব-রেকর্ড গড়েছেন অর্ণব। তবে, ‘তাসের ঘর’ নয়, তাঁর এই মহান সৃষ্টিকে ‘তাসের কলকাতা’ বলা যেতে পারে। কল্লোলিনী কলকাতার ৪টি বিখ্যাত ভবন নিয়ে গড়ে উঠেছে তাঁর কার্ড-সৌধ। 

তিনি প্রায় ১ লক্ষ ৪৩ হাজার টি তাস জুড়ে জুড়ে জিরো টেপ ব্যবহার করে এবং আঠা দিয়ে সেঁটে এই কাজ সম্পন্ন করেছেন শিল্পী অর্ণব। এই প্রকল্পের দৈর্ঘ্য হয়েছে ৪০ ফুট, উচ্চতা হয়েছে ১১ ফুট ৪ ইঞ্চি এবং প্রস্থ হয়েছে ১৬ ফুট ৮ ইঞ্চি। তাসের সৌধে অন্তর্ভুক্ত আছে কলকাতার রাইটার্স বিল্ডিং, শহীদ মিনার, সল্টলেক স্টেডিয়াম এবং সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চ‌।