সংক্ষিপ্ত

'মহিলাদের ইজ্জত নিলে, আগামীদিনে মহিলারাই আপানাদের ভারত থেকে দূরে ছুঁড়ে পেলে দেবে।'

২১ জুলাইয়ের মঞ্চ থেকে প্রথমেই মণিপুরের নারকীয় ঘটনা নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গোটা ঘটনায় কেন্দ্রীয় সরকারকে ধিক্কার জানালেন মুখ্যমন্ত্রী। সভার শুরুতেই মণিপুর প্রসঙ্গ টেনে মমতা বললেন,'মহিলাদের ইজ্জত নিলে, আগামীদিনে মহিলারাই আপানাদের ভারত থেকে দূরে ছুঁড়ে পেলে দেবে।' নাম না করেই বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করলেন তিনি। পাশাপাপাশি নির্যাতিতার পাশে থাকার বার্তাও দিয়েছেন তিনি। এদিন কেন্দ্রীয় সরকার তথা বিজেপিকে নিশানা করে মমতা বলেন,'এরা মহিলাদের ইজ্জত লুঠ করছে। মনে রাখবেন মায়েরাই আমাদের দুর্গা, কালী, সীতা সাবিত্রী, বিলকিস, জাহানারা।'

এদিন মণিপুরে অশান্তির ঘটনায় প্রধানমন্ত্রী তথা কেন্দ্রীয় সরকারের দীর্ঘ নিরবতা নিয়েও প্রশ্ন তুলেছেন তৃণমূল সুপ্রিমো। তিনি বলেন,'আপনারা তো হত্যার সওদাগর। আমরা মণিপুর ছাড়ব না। এখানে তো কাক মরলেও কেন্দ্রীয় দল পাঠিয়ে দেন। বিজেপি নেতা বলছেন তিনি জানেন কীভাবে বাংলায় রাষ্ট্রপতিশাসন জারি করতে হয়। মোদীজিকে অনুরোধ মনটা একটু বড় করুন।' এখানেই শেষ নয় কেন্দ্র সরকারের ' বাঁচাও, বেটি পড়াও' স্লোগান নিয়েও তোপ দাগলেং তিনি। মমতা বলেছেন,'কোথায় গেল আপনাদের বাঁচাও, বেটি পড়াও স্লোগান? মণিপুরে যা চলছে বেটি জ্বলছে.. মণিপুর জ্বলছে.. সারা ভারত জ্বলছে।' বিলকিস বানোর প্রসঙ্গ টেনেও বিজেপিকে ধিক্কার জানালেন তিনি। তাঁর কথায়,'বিলকিসের অপরাধীদের ছেড়ে দেওয়া হল। আজ মহিলাদের ইজ্জত লুঠ করছে। শুনে রাখুন আগামী ভোটে মহিলারাই আপনাদের উপরে ফেলে দেবে।'

প্রসঙ্গত, আগেও মণিপুরের ঘটনা নিয়ে বৃহস্পতিবার টুইটারে কড়া সমালোচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন,'মণিপুরের যে ভয়ঙ্কর ভিডিও সামনে এসেছে তা যথেষ্ট হৃদয়বিদারক ও বিরক্তিকর। একদল উন্মাদ জনতা দু'জন মহিলার উপর যে পাশবিক অত্যাচার করেছে, তাঁদের যে অত্যাচার ও হিংসার সাক্ষী হতে হয়েছে যে বিষয় নিন্দা জানানোর আমার কোনও ভাষা নেই। এই ধরনের বর্বর কাজ মনুষ্যত্বের পক্ষে বিপদজনক। দুষ্কৃতীদের দ্বারা এই ধরনের অমানবিক কাজকে আমাদের সবার একত্রিত হয়ে কড়া ভাষায় নিন্দা জানানো উচিৎ ও অত্যাচারিতরা যাতে বিচার পান সেই চেষ্টা করা উচিৎ।'