- Home
- West Bengal
- Kolkata
- একধাক্কায় ৫ শতাংশ! জানুয়ারিতেই বাংলার সরকারি কর্মীদের বাড়ছে ডিএ! এশিয়ানেট বাংলার কাছে গোপন তথ্য
একধাক্কায় ৫ শতাংশ! জানুয়ারিতেই বাংলার সরকারি কর্মীদের বাড়ছে ডিএ! এশিয়ানেট বাংলার কাছে গোপন তথ্য
- FB
- TW
- Linkdin
রাজ্য সরকারি কর্মীদের কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবিতে আন্দোলন চালাচ্ছে রাজ্য সরকারি কর্মীদের একাংশ।
বহু কাঠখড় পুড়িয়েও এখনও হয়নি সুরাহা। প্রসঙ্গত, আপাতত ষষ্ঠ বেতন কমিশনের আওতায় ১৪ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন এ রাজ্যের সরকারি কর্মীরা।
আগে ৬ শতাংশ করে ডিএ পাচ্ছিলেন সরকারি কর্মীরা। চলতি বছর চার শতাংশ করে দু’বার ডিএ বৃদ্ধির পর তা পৌঁছেছে ১৪ শতাংশে।
এদিকে সম্প্রতি কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বেড়ে হয়েছে ৫৩ শতাংশ। রাজ্যের কর্মচারীদের ডিএ-র ফারাক বেড়ে হয়েছে ৩৯ শতাংশ।
এদিকে ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের অষ্টম বেতন কমিশন কার্যকর হতে পারে বলে একাধিক রিপোর্টে দাবি করা হচ্ছে।
এবার এশিয়ানেট বাংলার কাছে এল গোপন খবর। অবশ্য খবর না বলে সুখবর বলা উচিত।
জানা গিয়েছে ২০২৫ সালের জানুয়ারি মাস থেকেই বাড়তে চলেছে রাজ্য সরকারি কর্মীদের ডিএ
৩ শতাংশ নয়, একধাক্কায় ৫ শতাংশ ডিএ বাড়াতে চলেছে নবান্ন বলে খবর। ট্রেজারিতে কর্মরত নামপ্রকাশে অনিচ্ছুক এক সরকারি আধিকারিকের তরফে এই খবর মিলেছে।
এই খবর এসে পৌঁছেছে এশিয়ানেট নিউজ বাংলার হাতে। বছর শুরুতে দারুণ খবর পেতে চলেছেন রাজ্য সরকারি কর্মীরা।
তবে ওই আধিকারিক জানিয়েছেন এখনও কোনও লিখিত নোটিশ এসে পৌঁছয় নি। যদিও ৫ শতাংশ ডিএ-র খবর একরকম পাকাই বলে মনে হচ্ছে।