সন্ধ্যের আকাশে চমক! চাঁদের নীচেই উজ্জ্বল আলো, শুক্র গ্রহ ও চাঁদের বিরল দৃশ্য!
সন্ধ্যের আকাশে তাকাতেই চমক! চাঁদের নীচেই শুক্র গ্রহ, মহাজাগতিক দৃশ্যের সাক্ষী শহর থেকে জেলা। অর্ধচন্দ্রাকার চাঁদের ঠিক নীচে উজ্জ্বল হয়ে তারার মত জ্বলছে শুক্র গ্রহ। মহাকাশ বিশেষজ্ঞ দেবীপ্রসাদ দুয়ারি এশিয়ানেট নিউজকে জানান এর বিশেষত্বের কথা।
সন্ধ্যের আকাশে তাকাতেই চমক! চাঁদের নীচেই শুক্র গ্রহ, মহাজাগতিক দৃশ্যের সাক্ষী শহর থেকে জেলা। অর্ধচন্দ্রাকার চাঁদের ঠিক নীচে উজ্জ্বল হয়ে তারার মত জ্বলছে শুক্র গ্রহ। মহাকাশ বিশেষজ্ঞ দেবীপ্রসাদ দুয়ারি এশিয়ানেট নিউজকে জানান এর বিশেষত্বের কথা। ডঃ দুয়ারি বলেন চাঁদের নীচে শুক্রবার সন্ধে থেকে যাকে দেখা যাচ্ছে সেটা কোনও তারা নয়, এটি শুক্র গ্রহ। সূর্যের চারপাশে প্রদক্ষিণ করতে করতে গ্রহরা অনেক সময় কাছাকাছি চলে আসে। আবার কখনও কখনও চাঁদও একই রেখায় চলে আসে সেই গ্রহদের। সেইরকমভাবেই চাঁদের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছে শুক্র গ্রহ।