Kolkata Crime News: বিধাননগর পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের সাফাই কর্মীরা বাগুইআটির দেশবন্ধু নগরে কাজ করতে গেলে সেখানে একটি নালাতে পরিত্যক্ত ট্রলিব্যাগটি পড়ে থাকতে দেখেন। জানা গিয়েছে, পুলিশ এসে ট্রলিব্যাগটি খুলতেই বছর ৩০-এর এক তরুণীর দেহ উদ্ধার হয়।
Kolkata Crime News: শহরে ফের ট্রলিব্যাগ কাণ্ড। মধ্যমগ্রাম, কুমোরটুলির পর এবার ঘটনাস্থল বাগুইআটির দেশবন্ধু নগর। নালার ধারে একটি সুটকেস পড়ে থাকতে দেখে সন্দেহ হয় স্থানীয়দের। তারাই পুলিশকে খবর দিলে ট্রলি ব্যাগ থেকে উদ্ধার হয় এক তরুণীর দেহ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান অন্য কোথাও খুন করে কেউ প্রমাণ লোপাটের জন্য ট্রলি ব্যাগটি এখানে ফেলে রেখে গিয়েছে।
সূত্রের খবর, মঙ্গলবার সকালে বিধাননগর পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের সাফাই কর্মীরা বাগুইআটির দেশবন্ধু নগরে কাজ করতে গেলে সেখানে একটি নালাতে পরিত্যক্ত ট্রলিব্যাগটি পড়ে থাকতে দেখেন। জানা গিয়েছে, পুলিশ এসে ট্রলিব্যাগটি খুলতেই বছর ৩০-এর এক তরুণীর দেহ উদ্ধার হয়। পুলিশ সূত্রে খবর, মহিলার মুখে কালো রঙের টেপ লাগানো ছিল। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, মহিলাকে খুন করা হয়েছে। মৃতার পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। মহিলাকে অন্য কোথাও খুন করে এখানে ফেলে রেখে যাওয়া হয়েছে বলেও মনে করা হচ্ছে।
পুলিশের তরফে দেহটি উদ্ধার করে বিধাননগর এসডি হাসপাতালে প্রথমে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে বর্তমানে আরজিকর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তরুণীর নাম পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে বলে জানা গিয়েছে। কোথা থেকে কীভাবে কারা এই খুন করে দেহ রেখে গেল তার তদন্ত নেমেছে পুলিশ। আশেপাশের লোকজনকে জিজ্ঞাসাবাদের পাশাপাশি এলাকার সিসিটিভির ফুটেজও খতিয়ে দেখা হবে তদন্তকারীদের তরফে। এদিনের দেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ওই এলাকায়।
অন্যদিকে, বিশেষ অভিযান চালিয়ে তিন বাংলাদেশি সহ এক ভারতীয় দালালকে গ্রেফতার করল নদীয়ার হাঁসখালি থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর মঙ্গলবার সকালে বিশেষ অভিযান চালিয়ে হাঁসখালি থানার রামনগর এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয় । সেখানেই এই তিন বাংলাদেশী ও একজন ভারতীয় দালালকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই তিন বাংলাদেশি ভারতীয় ভূখণ্ডে অবৈধভাবে সোমবার রাতে ওই দালালের মাধ্যমে ভারতে এসেছিলেন। এদিন তাদেরকে পুলিশ রিমান্ড চেয়ে আদালতে পাঠায় হাঁসখালি থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর ধৃত ৩ বাংলাদেশি নাগরিকদের নাম ১) আলামিন শেখ, ২) মাকসুদুল মোল্লা,৩) আদুরী শেখ। ধৃতদের প্রত্যেকের বাড়ি বাংলাদেশের নড়াইল এবং বগুড়া জেলায়। অপরদিকে ধৃত ভারতীয় দালালের নাম আতাবুল বিশ্বাস , বাড়ি হাঁসখালি থানার রামনগরে। এই চক্রের সঙ্গে আর কারা কারা জড়িত তা জানতে গোটা বিষয়টি খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


