সংক্ষিপ্ত
প্রায় ৭ ফুটের ব্যারিকেড দেওয়া হল নবান্নের সামনে, নিশ্ছিদ্র করা হল পথ, তৈরি জলকামান, অভিযানের আগে বিশাল প্রস্তুতি পুলিশের
তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনে উত্তাল বঙ্গ। রোজদিন কেউ না কেউ মিছিল করে বিক্ষোভ করছেন। ২৭ অগাস্ট রয়েছে ছাত্র সমাজের নবান্ন অভিযান। আজ, মঙ্গলবার তাদের নবান্ন অভিযানে নামছে ছাত্র সমাজ। সুরক্ষা বাড়াতে মারাত্মক নিরাপত্তার ঘেরা
ঘেরাটোপ সৃষ্টি করেছে কলকাতা পুলিশ। যাতে কোনও রকমে কোনও দুর্ঘটনা ঘটতে না পারে তার জন্য মোট ৬ হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে রাস্তায়। মহিলা ও ছাত্রদের সামনে রেখেই আজ পরিস্থিতি অগ্নিগর্ভ করার চেষ্টা করা হতে পারে বলেই অনুমান পুলিশের।
আজ পরিস্থিতি সংকটজনক হতে পারে বলেই বাড়তি সতর্কতা নিচ্ছে কলকাতা পুলিশ। নিরাপত্তা রক্ষায় হাওড়া থেকে কলকাতায় সমস্ত যান চলাচল বন্ধ করা হয়েছে। পুলিশের প্রস্তুতি তুঙ্গে উঠেছে হাওড়া স্টেশনে। র্যাপিড অ্যাকশন ফোর্স, ইএফআর, স্ট্র্যাকো মিলিয়ে থাকছে মোট ২১০০ জওয়ান।
এসপি, ডিসিপি, কমান্ডান্ট পদমর্যাদার ১৩, এএসপি–এডিসিপি ১৫, ডিএসপি–এসিপি পদের ২২ এবং ইন্সপেক্টর পদের ২৬ জন রয়েছে। নবান্নের সামনে প্রায় ৭ ফুটের উঁচু ব্যারিকেড তৈরি করা হয়েছে। রাস্তার মাঝ খানে রাখা হয়েছে বড় কন্টেনার। মাটি খুঁড়ে বাঁশ পেতে ব্যারিকেড সিল করা হয়েছে রাস্তার সঙ্গে।
এ ছাড়াও বড় প্লেটের ব্যারিকেড করা হয়েছে। এ ছাড়াও রয়েছে জল কামানের ব্যবস্থা। বড়বড় বস্তা রাখা হয়েছে ব্যারিকেডের সামনে। নবান্ন পঁছানোর সবকটি রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। বলেতে গেলে সম্পূর্ণ নিশ্ছিদ্র করা হয়েছে পথ। এ ছাড়াও রয়েছে পুলিশ, ব়্যাফ, কমব্যার্ট ফোর্স। সাঁতরাগাছি, হাওড়া ময়দান, ফরশোর রোড এবং লক্ষীনারায়ণতলা এবং মন্দিরতলায় বড় ব্যারিকেড তৈরি করা হয়েছে। ব্যারিকেড দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে নবান্নের আশেপাশের গলিও।