Kolkata Police Leave Cancel News: উৎসবের মরশুম শুরুর আগেই বাতিল হল সরকারি ছুটি। কাদের ছুটি বাতিল করল রাজ্য প্রশাসন? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…
Kolkata Police Leave Cancel News: দুর্গাপুজো ও কালীপুজোতে পুলিশ কর্মীদের ছুটিতে নিষেধাজ্ঞা জারি। আগামী সেপ্টেম্বর ও অক্টোবরে একের পর এক উৎসব ঘিরে আইনশৃঙ্খলা বজায় রাখতে কড়া পদক্ষেপ নিল কলকাতা পুলিশ। কমিশনার অফ পুলিশ। এক নির্দেশিকায় জানিয়েছেন যে, এই সময়ে পুলিশ কর্মীদের নিয়মিত ছুটি দেওয়া যাবে না।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, দুর্গাপুজো, লক্ষ্মীপুজো, কালীপুজো এবং ছটপুজো উপলক্ষে বিপুল জনসমাগমের সম্ভাবনা রয়েছে। ফলে আইনশৃঙ্খলা রক্ষার জন্য পুলিশের সর্বোচ্চ মোতায়েন নিশ্চিত করতে হবে। তাই ২১ সেপ্টেম্বর ২০২৫ থেকে ৮ অক্টোবর ২০২৫ এবং ১৮ অক্টোবর ২০২৫ থেকে ২৮ অক্টোবর ২০২৫ পর্যন্ত কোনও পুলিশ কর্মীকে ছুটি দেওয়া যাবে না। শুধুমাত্র জরুরি প্রয়োজনে বিশেষ ক্ষেত্রে ছুটি বিবেচনা করা হবে।
এছাড়াও নির্দেশে জানানো হয়েছে যে, দায়িত্বে না থাকলেও সমস্ত পুলিশকর্মীকে ব্যারাকে অবস্থান করতে হবে, যাতে প্রয়োজনে যেকোনও সময় তাদের মোতায়েন করা যায়। কমিশনারের এই নির্দেশে জোর দিয়ে বলা হয়েছে, উৎসবের দিনগুলিতে জনস্বার্থে সর্বাধিক সংখ্যক পুলিশ সদস্যকে রাস্তায় নামানোই লক্ষ্য।
অন্যদিকে পুজো শুরুর আগেই খাদ্যপ্রেমীদের জন্য সুখবর। শহরে ফের খুলছে রুফটপ রেস্তরাঁ। জানা গিয়েছে, পুজোর আগেই খুলছে রুফটপ রেস্টুরেন্ট, মেনে চলতে হবে পুরসভার নতুন SOP। দুর্গাপুজোর আগে স্বস্তির খবর রুফটপ ব্যবসায়ীদের জন্য। কলকাতা পুরসভা জানিয়েছে, ১৫ সেপ্টেম্বরের মধ্যে নির্দিষ্ট মুচলেকা জমা দিয়ে রুফটপ খোলার অনুমতি পাবেন রেস্তোরাঁ মালিকরা। তবে, এর জন্য মানতে হবে পুরসভার জারি করা নতুন স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর (SOP)। বুধবার এই কথা জানিয়েছেন রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম।
মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, রুফটপে কোনও ভাবেই গ্যাস সিলিন্ডার ব্যবহার করা যাবে না। পরিবর্তে ব্যবহার করতে হবে ইন্ডাকশন ওভেন, মাইক্রোওয়েভ বা অন্যান্য ইলেকট্রনিক্স রান্নার সরঞ্জাম। এছাড়া, রুফটপের মোট সংখ্যার ৫০ শতাংশকেই প্রাথমিকভাবে অনুমতি দেওয়া হবে খোলার জন্য। আবাসন কিংবা বাণিজ্যিক ভবনের ক্ষেত্রে রুফটপ খোলা রাখতে হবে, এবং বাড়ির মূল সিঁড়ি ২৪ ঘণ্টা খোলা রাখতে হবে যাতে জরুরি পরিস্থিতিতে মানুষ নিরাপদ আশ্রয় নিতে পারেন ছাদে।
নবান্ন থেকে যে কমিটি করে দেওয়া হয়েছিল। বিশেষ করে রুফ টপ এবং রেসিডেন্ট বিল্ডিং নিয়ে। এখন একজেস্টিং আছে তার ৫০% আমরা অনুমতি দেব। কিন্তু রাস্তার দিকে খালি রাখতে হবে। স্টিফেন কোর্টে হয়েছিল সিঁড়ি কে রাত এবং দিন খালি রাখতে হবে। যাতে কোনো আগুন লাগল ছাদে বিঘ্নিত ছাড়া উপরে যেতে পারে। স্কুল ফ্যাক্টরি, রেসিডেন্ট বিল্ডিং ফায়ার অডিট করবে। সেটা ফায়ার ডিপার্টমেন্ট কে জমা দিতে হবে। তার জন্য থার্ড পার্টি থাকবে তাদের কে দিয়ে ফায়ার অডিট করতে হবে।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


