WB Weather Forecast: বঙ্গোপসাগরে ঘনাচ্ছে গভীর নিম্নচাপ। যার জেরে সপ্তাহভর ব্যাপক বৃষ্টিপাতের পূর্বাভাস হাওয়া অফিসের। বিস্তারিত জানতে সম্পূর্ণ প্রতিবেদন পড়ুন… 

WB Weather Forecast: সকাল থেকেই আকাশের মুখভার। হাওয়া অফিসের পূর্বাভাস মেনেই রবিবার থেকেই কলকাতা সহ জেলাজুড়ে শুরু হয়েছে দফায়-দফায় বৃষ্টি। বুধবার কেমন থাকবে আবহাওয়া? বিস্তারিত জানতে সম্পূর্ণ প্রতিবেদন পড়ুন। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে আজ থেকে ভারী বৃষ্টি শুরু হতে পারে দক্ষিণবঙ্গের উপকূলের জেলায়। বৃহস্পতি ও শুক্রবার বৃষ্টির পরিমাণ ক্রমশ বাড়বে। উত্তর ও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে প্রবল বৃষ্টি বা অতি ভারী বর্ষণের সর্তকতা রয়েছে। উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় ধস নামতে পারে। নদীর জলস্তর অনেকটাই বাড়তে পারে। শহর এলাকায় জমবে জল। নিচু এলাকায় প্লাবনের আশঙ্কা সপ্তাহান্তে।

হাওয়া অফিসের তরফে জানা গিয়েছে, প্রাক বর্ষার বৃষ্টি শুরু বঙ্গে। মূলত বুধবার সারাদিন মেঘলা আকাশ থাকার সম্ভাবনা। কোথাও আংশিক মেঘলা আকাশ। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি চলবে। বৃষ্টি না হলে গরম ও অস্বস্তি থাকবে। আজকেও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যের সব জেলাতেই। শুধু তাই নয়, নিম্নচাপের প্রভাবে সমুদ্র উত্তাল থাকবে। উত্তর বঙ্গোপসাগর এবং মধ্য বঙ্গোপসাগরে গভীর সমুদ্রে যেতে মৎস্যজীবীদের নিষেধাজ্ঞা। ৩১ মে শনিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা করা হয়েছে।

বঙ্গে কবে ঢুকবে বর্ষা (WB Weather Forecast):-

আগামী দু-দিনের মধ্যে বর্ষা ঢুকবে উত্তরবঙ্গে। অনুকূল পরিস্থিতিতে এগোচ্ছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। আরও কিছুটা এগিয়ে উত্তর-পূর্ব ভারতের বেশিরভাগ রাজ্যে ঢুকে পড়েছে বর্ষা। অসম এবং মেঘালয়ের কিছু অংশ দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু প্রবেশ করায় শুরু হয়েছে বৃষ্টি। জানা গিয়েছে, আগামী তিন দিনের মধ্যে উত্তরবঙ্গের কিছু অংশে ঢুকবে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু।

নিম্নচাপের প্রভাবে বাংলায় ব্যাপক বৃষ্টি (WB Weather Forecast):-

বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। এরফলে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের ওড়িশা উপকূলের কাছে সুস্পষ্ট নিম্নচাপের অবস্থান রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় এটি শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে। প্রাথমিকভাবে এটি উত্তর অভিমুখে অগ্রসর হচ্ছে। এটি খুব আস্তে আস্তে দক্ষিণ দিকে অগ্রসর হবে।

কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া (South Bengal Weather Forecast):-

বুধবার ভারী বৃষ্টির আশঙ্কা উপকূলের জেলায়। উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস। বাকি সব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বাতাস বইবে। বৃহস্পতিবার ভারী বৃষ্টির পূর্বাভাস রাজ্যের দশটি জেলাতে। উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়া, হুগলী, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমান জেলাতে ভারী বৃষ্টির আশঙ্কা। বাকি সব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বাতাস বইবে।

শুক্রবার ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গের সব জেলাতে। প্রবল বৃষ্টি বা অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে সাত জেলাতে। পূর্ব ও পশ্চিম বর্ধমান পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম এবং হুগলী জেলাতে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির আশঙ্কা। কলকাতা সহ বাকি জেলাতে ৭০ থেকে ১১০ মিলিমিটার অর্থাৎ ভারী বৃষ্টির সতর্কতা। শনিবারেও ভারী বৃষ্টির সতর্কতা থাকবে বীরভূম মুর্শিদাবাদ জেলাতে।

উত্তরবঙ্গের আবহাওয়ার খবর (North Bengal Weather Forecast):-

বুধবার ভারী বৃষ্টির সতর্কতা না থাকলেও বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় হতে পারে। তবে বৃহস্পতিবার থেকে ফের সর্তকতা ভারী থেকে অতি ভারী বৃষ্টির। প্রবল বৃষ্টি হতে পারে উত্তর দিনাজপুর ও কোচবিহারের দু-এক জায়গায়। বিক্ষিপ্তভাবে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা। দার্জিলিং থেকে মালদহ সব জেলাতেই ভারী বৃষ্টির সতর্কতা।

শুক্রবার এবং শনিবার প্রবল বৃষ্টির আশঙ্কা উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলাতে। অতিভারী বৃষ্টির আশঙ্কা বা প্রবল বৃষ্টির আশঙ্কা দার্জিলিং,কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলাতে। বিক্ষিপ্তভাবে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। রবিবারেও ভারী বৃষ্টির সতর্কতা থাকবে উত্তরবঙ্গে। এছাড়াও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলাতে।

বুধবার কেমন থাকবে কলকাতার আবহাওয়া (Today Kolkata Weather Forecast):-

বুধবার কলকাতায় সারাদিন মূলত মেঘলা আকাশ থাকবে। কখনো আংশিক মেঘলা আকাশ থাকবে। তবে বৃষ্টি না হলে জলীয় বাষ্পের কারণে অস্বস্তিভাব বজায় থাকবে। এছাড়াও বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার ও শুক্রবার ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে কলকাতা। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।