অগ্নিগর্ভ তিলজলা! ৭ বছরের শিশুর সাথে এই কাণ্ড! রেল অবরোধ, অভিযুক্ত ধরার পরেও ফুঁসছে এলাকা
তিলজলায় ৭ বছরের শিশুকে নৃশংস ভাবে খুন করল প্রতিবেশী। যৌন নির্যাতনের পর খুন, কবুল করেছে অভিযুক্ত, দাবি পুলিশের। ধৃতের বিরুদ্ধে অপহরণ, খুন ও পকসো আইনে মামলা রুজু করা হয়েছে। সকাল ৭.৩০টা থেকে নিখোঁজ ছিল ওই নাবালিকা।
তিলজলায় ৭ বছরের শিশুকে নৃশংস ভাবে খুন করল প্রতিবেশী। যৌন নির্যাতনের পর খুন, কবুল করেছে অভিযুক্ত, দাবি পুলিশের। ধৃতের বিরুদ্ধে অপহরণ, খুন ও পকসো আইনে মামলা রুজু করা হয়েছে। সকাল ৭.৩০টা থেকে নিখোঁজ ছিল ওই নাবালিকা। সিসিটিভিতে পাশের বাড়িতে ঢুকতে দেখা গিয়েছিল নাবালিকাকে। পরে পাশের বিল্ডিংয়ের তালাবন্ধ ফ্ল্যাটে গলা কাটা অবস্থায় উদ্ধার হয় দেহ। মাথায় ও কানে আঘাতের চিহ্ন রয়েছে। ফ্ল্যাটের মালিক বিহারের সমস্তিপুরের বাসিন্দা অশোক কুমারকে গ্রেফতার করে পুলিশ।