- Home
- West Bengal
- Kolkata
- 'ন্যায় বিচারের নামে ৪.৭৫ কোটি টাকা আদায়'! অনিকেত মাহাতো-সহ জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে উঠল মারাত্মক অভিযোগ
'ন্যায় বিচারের নামে ৪.৭৫ কোটি টাকা আদায়'! অনিকেত মাহাতো-সহ জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে উঠল মারাত্মক অভিযোগ
- FB
- TW
- Linkdin
পশ্চিমবঙ্গ জুনিয়র ডক্টরস ফ্রন্ট আরজি ট্যাক্স কেলেঙ্কারির পর থেকেই প্রতিবাদ করে আসছে। এবার তার বিরুদ্ধে আরেকটি সংগঠন খুললেন জুনিয়র চিকিৎসকদের দল।
শনিবার প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। অনিকেত মাহাতোর বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ করা হয়।
জুনিয়র ডক্টরস নয়া অ্যাসোসিয়েশনের শ্রীশ চক্রবর্তীর অভিযোগ, তিলোত্তমার বিচারের নামে ৪.৭৫ কোটি টাকা আদায় করা হয়েছে।
অনিকেতের বিরুদ্ধে একদল জুনিয়র চিকিৎসকের গুরুতর অভিযোগ!
আরজি কর হাসপাতালের একজন ইন্টার্ন শ্রীশ এক সংবাদ সম্মেলনে বলেন, "আমরাই প্রথম ছিলাম যারা নির্যাতিতার বিচারের দাবিতে আন্দোলন শুরু করেছিলাম।"
কিন্তু আমরা স্ট্রাইক মানিনি। আমরা রোগী সেবা উন্মুক্ত রেখে আন্দোলন চালিয়ে যেতে চেয়েছিলাম। তখনই আমাদেরকে ভয় দেখানোর সংস্কৃতির জন্য অভিযুক্ত করা হয়েছিল।"
সেখানেই না থেমে শ্রীশ বলেন, আমাদের চাপের মুখে তদন্ত কমিটি গঠন করে ৫৩ জনকে সাসপেন্ড করা হয়েছে। তিনি দাবি করেছেন যে, তার ক্যারিয়ার শেষ করতে পিছনে পড়েছিল।
জানা গিয়েছে, হাইকোর্টের (কলকাতা হাইকোর্ট) নির্দেশে আরজি কর হাসপাতালে ঢুকে পড়া লোকজন, যাদের বিরুদ্ধে থ্রেট কালচারের অভিযোগ ছিল, তারাই এই নতুন সংগঠন তৈরি করেছেন।
পশ্চিমবঙ্গ জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশনের শ্রীশ বলেন, যদিও ছাত্রদের স্থগিতের সিদ্ধান্ত হাইকোর্ট স্থগিত করেছিল, তাদের অনেককে কলেজে প্রবেশে বাধা দেওয়া হয়েছিল।
শ্রীশের প্রশ্ন, ‘মুখ্যমন্ত্রীর সামনে আমাদের নাম ডাকা হয় কুখ্যাত অপরাধী। যারা নির্যাতিতার বিচারের নামে ৪.৭৫ কোটি টাকা আদায় করেছে, তারা কি কুখ্যাত অপরাধী নয়?’
জুনিয়র ডাক্তারদের আন্দোলনের অন্যতম 'মুখ' অনিকেত-দেবাশিষকে অভিযুক্ত করে শ্রীশ বলেন, "অনিকেত-দেবাশিষ আসল ইস্যু থেকে সরে এসে মূল আন্দোলনকে দুর্বল করার চেষ্টা করছে।
প্রতিরোধ করে আমরা হুমকি সংস্কৃতির শিকার হয়েছি। তাই আমরা একটি নতুন সংস্থা তৈরি করতে এবং মানুষকে সবকিছু বলতে বাধ্য হয়েছিলাম।