Mamata Banerjee News: স্বাধীনতা দিবসের অনুষ্ঠান চলাকালীন একসঙ্গে অসুস্থ ৩৯ জন পড়ুয়া। তড়িঘড়ি নিয়ে যাওয়া হল হাসপাতালে। বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন… 

Mamata Banerjee News: ৭৯তম স্বাধীনতা দিবসের সকালে হঠাৎ করে তাল কাটল রেড রোডে। দেশের ৭৯তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে শুক্রবার সকাল থেকেই কলকাতার রেড রোডে চলছিল নানারকম অনুষ্ঠান। কিন্তু অনুষ্ঠানের মাঝেই তড়িঘড়ি ছুটতে হল হাসপাতালে। দৌড়ে হাসপাতালে গেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান চলাকালীন অসুস্থ হয়ে পড়ে ৩৯ জন পড়ুয়া। তাদের দ্রুত অ্যাম্বুল্যান্সে করে পাঠানো হয় রাজ্যের এক নম্বর সুপার স্পেশ্যালিটি হাসপাতাল এসএসকেএম-এ। কিছুক্ষণের মধ্যেই হাসপাতালে ছুটে যান রাজ্যের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।

জানা গিয়েছে, অতিরিক্ত গরমের ফলে একসঙ্গে অসুস্থ হয়ে পড়ে ৩৯ জন পড়ুয়া। প্রথমে একজন অসুস্থ হতেই ধীরে ধীরে আরও ৩৮ জন অসুস্থ হয়ে পড়ে। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন। তবে তাঁদের প্রত্যেকের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল বলে জানানো হয়েছে হাসপাতালের তরফে। এদিকে একসঙ্গে এতজন পড়ুয়ার অসুস্থ হওয়ার খবরে অনুষ্ঠানের মাঝপথ ছেড়েই মন্ত্রীদের নিয়ে হাসপাতালে ছোটেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এসএসকেএম-এ গিয়ে ভর্তি থাকা প্রত্যেক পড়ুয়ারদের সঙ্গে দেখা করে কথা বলেন তিনি। দীর্ঘক্ষণ হাসপাতালের বেডে বসে তাদের মাথায় হাত বুলিয়ে দেন। তাদের সঙ্গে অনেকটা সময় কাটান তিনি। তারা যাতে দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারে সেই বিষয়েও কথা বলেন চিকিৎসকদের সঙ্গে।

এদিকে হাসপাতাল থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, ''অতিরিক্ত টেনশনের ফলে ওদের ডিহাইড্রেশন হয়ে গিয়েছিল। ওদের সকালে ব্রেকফাস্ট দেওয়া হয়েছিল। কিন্তু কী হয়, অনেকেই ভাবে অনুষ্ঠান শেষ করে তারপর খাবে। ফলে ক্ষুধার্তও ছিলো ওরা। তারপর অনুষ্ঠানের টেনশন। ফলে অসুস্থ হয়ে পড়েছে। প্রথমে একজন অসুস্থ হয়ে পড়েছিল। কিন্তু কী হয় একজনকে অসুস্থ হতে দেখলে অন্যরাও অসুস্থ হয়ে পড়ে। এটা একটা সাইকোলজিক্যাল ট্রিক। যদিও বর্তমানে ওরা সবাই-ই ঠিক আছে।''

মুখ্যমন্ত্রী আরও বলেন, ''ওদের সবাইকে দেখে এলাম। জল-মিষ্টি খাইয়ে দিয়ে এলাম। দীর্ঘক্ষণ না খেয়ে ছিল বলে আরও অসুস্থ হয়ে পড়েছে। তবে এখন সবাই ওরা ভালো আছে। মেডিকেল টিম, নার্সদের টিম সবাইকে বলেছি ভালো করে দেখাশুনো করতে। আশা করি ঠিক হয়ে যাবে। এখনকার দিনে ডায়েটের ট্রেন্ডে এই অবস্থা। অনেকক্ষণ না খাওয়ার ফলে শরীর ডিহাইড্রেশন হয়ে গিয়েছিল। এখন সবাই ঠিক আছে। একজনের অবস্থা একটু খারাপ ছিল। তবে সেও ভালো আছে। আমি ওর সঙ্গে অনেকক্ষণ সময় কাটিয়ে এলাম। মাথায় হাত বুলিয়ে আদর করে আসলাম। ঠিক হয়ে যাবে সবাই। চিন্তার কিছু নেই।''

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।