খোদ কলকাতায় 'ভারত মাতার জয়' না বলতে চিরকুট ভাগবত পাঠককে, দেখুন কী প্রতিক্রিয়া দিলেন তিনি

অভিযোগ তাকে তৃণমূলের পক্ষ থেকে একটি চিরকুট দেওয়া হয় যাতে লেখা ছিল জয় শ্রীরাম, গোমাতার জয় ও ভারত মাতার জয় বলা যাবে না। এটি দেখে তীব্র প্রতিবাদ করেন হিরন্ময় গোস্বামী মহারাজ। 

Share this Video

কলকাতায় বেলেঘাটার সরকার বাজার মাঠ এলাকায় সনাতনীদের উদ্যোগে 'ভাগবত পাঠ' অনুষ্ঠানের আয়োজন হয়েছিল। সেখানে ভাগবত পাঠ করছিলেন হিরন্ময় গোস্বামী মহারাজ। অভিযোগ তখন তাকে তৃণমূলের পক্ষ থেকে একটি চিরকুট দেওয়া হয় যাতে লেখা ছিল জয় শ্রীরাম, গোমাতার জয় ও ভারত মাতার জয় বলা যাবে না। এটি দেখে তীব্র প্রতিবাদ করেন হিরন্ময় গোস্বামী মহারাজ।

Related Video