ডিএ আন্দোলনকারীদের ওপরে হামলা, দিল্লি পর্যন্ত বিক্ষোভ নিয়ে যাওয়ার ডাক
মমতা বন্দ্যোপাধ্যায় যে কেন্দ্রের বঞ্চনার অভিযোগ করেন, সে বিষয়ে কথা বলেন আন্দোলনকারীরা | তাঁরা বলেন যদি কেন্দ্রের বঞ্চনাই থাকে, তাহলে সে বিষয় নিয়ে আলোচনায় বসতে পারে রাজ্য |
বকেয়া ডিএ-র দাবিতে আন্দোলন চালাচ্ছেন সরকারি কর্মচারীদের বড় একটা অংশ। আন্দোলনে রাশ টানতে কর্মবিরতি এবং ধর্মঘটে যোগ দেওয়া কর্মচারীদের শো-কজ় করে শাস্তিমূলক পদক্ষেপ করতে চাইছে রাজ্য প্রশাসন। বুধবার ৬২ দিনে পড়ল সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলন। বুধবার একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্ণা মঞ্চ, অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা মঞ্চের মাঝেই ঘটে গেল অঘটন। বুধবার বকেয়া ডিএ আদায়ের দাবিতে তৈরি আন্দোলন মঞ্চে তৃণমূলের দুষ্কৃতীদের হামলায় আহত হন এক আন্দোলনকারী |
এদিকে, মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের বঞ্চনার অভিযোগ তুলে ডিএ থেকে সরকারি কর্মচারীদের বঞ্চিত করছেন বলে দাবি করেন, তার জবাব দেন আন্দোলনকারীরা। তাঁরা বলেন যদি কেন্দ্রের বঞ্চনাই থাকে, তাহলে সে বিষয় নিয়ে আলোচনায় বসতে পারে রাজ্য, খোলাখুলি কথা বলে সমস্যা মেটানো যেতে পারে। কিন্তু সেদিকে হাঁটছে না রাজ্য। তাই ধোঁয়াশা রয়ে যাচ্ছে এই দাবির সত্যতা নিয়ে।