Crime News: ভারতীয় পাসপোর্ট ব্যবহার করে বিদেশে যাওয়ার ছক। বিমানবন্দর থেকেই ভেস্তে গেল প্ল্যান। বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…
Crime News: ভারতীয় পাসপোর্ট ব্যবহার করে বিদেশে পাড়ি দেওয়ার চেষ্টা। কিন্তু হল না শেষ রক্ষা। কলকাতা বিমানবন্দরে অভিবাসন দফতরের হাতে ধরা পড়ল বাংলাদেশি নাগরিক। কলকাতা বিমানবন্দর থেকে গ্রেফতার বাংলাদেশি।
জানা গিয়েছে, নিজেকে ভারতীয় পরিচয় দিয়ে জার্মানি যাওয়ার সময় কলকাতা বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয় ওই যুবককে। ইমিগ্রেশন চেকিং এর সময় জানা যায় এই ব্যক্তির ভারতীয় পাসপোর্ট থাকলেও আগে তার বাংলাদেশি পাসপোর্ট ছিল। দুই পাসপোর্টে আলাদা আলাদা নাম ব্যবহার। সন্দেহ হওয়ায় সঙ্গে সঙ্গেই অভিযুক্তকে আটক করা হয় পরবর্তীতে জিজ্ঞাসাবাদ করলে কোনও সদুত্তর না দিতে পারায় তাকে আটক করে অভিবাসন দফতর।
এরপরে তাকে এন এস সি বি আই থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ধৃতকে শুক্রবার ব্যারাকপুর আদালতে তোলা হয়। পুলিশ সূত্রে খবর, ওই ব্যক্তি ভারতে বিভাষ রায়ে নামে পাসপোর্ট ব্যবহার করে জার্মানি যাওয়ার চেষ্টা করছিল। অভিসাবন দফতরের পাসপোর্ট দেওয়ার সময় দেখা যায় ওই ব্যক্তি আরও একটি পাসপোর্ট রয়েছে বাংলাদেশে। সেখানে তার নাম সৌমিক বড়ুয়া। এরপরেই তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
অন্যদিকে, চলন্ত রাজধানী এক্সপ্রেস ট্রেনে পাথর ছোড়ার ঘটনায় চাঞ্চল্য ছড়াল ধূপগুড়িতে। রেলের তরফে দায়ের করা হয়েছে নির্দিষ্ট ধারায় মামলা। অভিযুক্ত পাঁচ কিশোরের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে রেল সুরক্ষা বাহিনী (আরপিএফ)।
রেল সূত্রে জানা গিয়েছে, দিল্লিগামী আপ রাজধানী এক্সপ্রেস (১২৪২৪) ধূপগুড়ি মহকুমার খলাইগ্রাম স্টেশন ছেড়ে ১০০ মিটার যাওয়ার পরই, ট্রেন লক্ষ্য করে পাথর ছোঁড়ে রেললাইনের ধারে দাঁড়িয়ে থাকা কয়েকজন কিশোর। আচমকা পাথর ছোড়ায় ভেঙে যায় ট্রেনের একটি জানালার কাচ। সৌভাগ্যবশত, কোনও যাত্রী আহত হননি।
ধূপগুড়ি স্টেশনে রাজধানী এক্সপ্রেসের স্টপেজ না থাকায় ট্রেন না থেমেই বিষয়টি জানিয়ে দেওয়া হয় স্টেশনে কর্তব্যরত আরপিএফ ও জিআরপি আধিকারিকদের। সঙ্গে সঙ্গে ঘটনার তদন্তে নামে রেল দপ্তর।
ঘটনাস্থলে পৌঁছে আরপিএফ আধিকারিকরা জানতে পারেন, পাঁচজন কিশোর স্কুল থেকে ফেরার পথে রেললাইনের ধারে খেলছিল। তাদেরই একজন খেলার ছলে ট্রেন লক্ষ্য করে পাথর ছুঁড়লে এই দুর্ঘটনা ঘটে। ঘটনার গুরুত্ব বুঝে অভিযুক্ত কিশোরদের শনাক্ত করে ডেকে পাঠানো হয় তাদের অভিভাবকদের। এরপর রেলের পক্ষ থেকে দায়ের করা হয় নির্দিষ্ট ধারায় মামলা।
ধূপগুড়ি স্টেশনের আরপিএফ ইনস্পেক্টর বিপ্লব দত্ত জানান, “কলাইগ্রাম স্টেশন ছাড়ার কিছুক্ষণের মধ্যেই রাজধানী এক্সপ্রেসে পাথর ছোড়া হয়। খবর পাওয়ার পর আমরা ঘটনাস্থলে যাই। পাঁচ কিশোরকে শনাক্ত করা হয়েছে, যাদের মধ্যে একজন পাথর ছুঁড়েছিল বলে জানতে পারি। পরিবারের সদস্যদের ডেকে পাঠিয়ে বিষয়টি জানানো হয়েছে। কোনও যাত্রী আহত না হলেও, আইন অনুযায়ী মামলা রুজু করা হয়েছে।”
এই ঘটনার পর এলাকায় তৈরি হয়েছে উত্তেজনা। সাধারণ মানুষ ও রেল যাত্রীরা এমন ঘটনার তীব্র নিন্দা করে রেলপথের নিরাপত্তা আরও জোরদার করার দাবি তুলেছেন। রেল দপ্তরের পক্ষ থেকেও জানানো হয়েছে, ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে, তার জন্য নজরদারি আরও বাড়ানো হবে।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


