সংক্ষিপ্ত

ঘূর্ণিঝড় 'দানা'-এর প্রভাবে কলকাতায় ধ্বংসযজ্ঞের আশঙ্কা। কলকাতা পৌরসভা, পুলিশ, এনডিআরএফ সহ বিভিন্ন সংস্থা প্রস্তুতি নিয়েছে। হেল্পলাইন নম্বর ও জরুরি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Cyclone Dana News: আসছে ঘূর্ণিঝড় দানা। বাংলা-উড়িষ্যা ধ্বংসের আতঙ্কে! পূর্ব মেদিনীপুরে ঘণ্টায় ১০০ থেকে ১২০ কিলোমিটার, কলকাতায় ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার। বাঁধের অবস্থা শোচনীয়। ঘূর্ণিঝড় 'দানা'-এর প্রভাবে কলকাতা পৌর কর্পোরেশনে ধ্বংসযজ্ঞের আশঙ্কা রয়েছে। সিসিটিভি ক্যামেরা দিয়ে কন্ট্রোল রুম মনিটরিং করা হচ্ছে।

কলকাতা পৌরসভা তরফ থেকে শুরু করা হেল্পলাইন নম্বরগুলি হল 2286-1212, 2286-1313, 2286-1414৷ কলকাতা পুরসভা জানিয়েছে, ঘূর্ণিঝড়ের জেরে গঙ্গার জলস্তর বাড়তে পারে। তরঙ্গের উচ্চতা ১৪ ফুটের কাছাকাছি হতে পারে। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টা পর্যন্ত গঙ্গার ঘাটে তালা বন্ধ রাখা হয় যাতে শহরে জল ঢুকতে না পারে। শুক্রবার ভোর সাড়ে ৪টা থেকে সকাল ৯টা পর্যন্ত আবার তালা বন্ধ থাকবে।

'দানা' হামলার আগে গঙ্গার ঘাটে কড়া নজরদারি! বাবুঘাট থেকে রিষড়া পর্যন্ত স্পিড বোটে করে মনিটরিং করছে নদী ট্রাফিক পুলিশ। এছাড়া মাইকে প্রচারও করা হচ্ছে। ঘূর্ণিঝড় 'দানা'-এর প্রভাবে কলকাতায় ধ্বংসযজ্ঞের আশঙ্কা রয়েছে। প্রস্তুত পুলিশ-প্রশাসন। ঘূর্ণিঝড় মোকাবিলায় একটি কন্ট্রোল রুম খুলেছে লালবাজার। প্রস্তুত কলকাতা পুলিশ, পুরসভা, এনডিআরএফ। দুর্যোগ ত্রাণ বাহিনীর ৪টি দল প্রস্তুত রাখা হয়েছে। ঝড় মোকাবেলায় তৎপর রয়েছে বিদ্যুৎ বিভাগও। হেল্পলাইন WBSEDCL এবং CESC তরফ থেকে শুরু হয়েছে৷ WBSEDCL হেল্পলাইন নম্বরগুলি হল 89007-93503 এবং 89007-93504৷ CESC হেল্পলাইন নম্বরগুলি হল 033-3501-1912, 033-4403-1912, 18605001912 এবং 1912৷

পৌর কর্পোরেশন সূত্রে জানা গেছে, দুর্যোগ মোকাবেলায় ওয়ার্ড ও শহর ভিত্তিক দল গঠন করা হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে এনডিআরএফ দলকে। জলাবদ্ধতা রোধে ২৮১টি ড্রেনেজ যন্ত্রপাতি প্রস্তুত রাখা হয়েছে। ফায়ার কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। আইলা থেকে আম্ফান, ইয়াস থেকে ফানি, কলকাতা গত কয়েক বছরে একের পর এক ঘূর্ণিঝড়ের কবলে পড়েছে। আর এবার 'দানা'-এর প্রভাব ২৪ পরগনা, ২ মেদিনীপুর, হাওড়া-হুগলি ছাড়াও কলকাতায়ও পড়েছে।