আনুষ্ঠানিকভাবে মুক্তি পেল 'ভুতের রাজা দিল বর' রেস্তোরাঁর নতুন গান, গানটি গেয়েছেন খরাজ মুখোপাধ্যায়
নববর্ষ ও অক্ষয় তৃতীয়া উপলক্ষে প্রকাশ পেল 'ভুতের রাজা দিল বর' রেস্তোরাঁর নতুন গান । গানের শুভ সুচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সন্দীপ ভট্টাচার্য, প্রিয়াঙ্কা ভট্টাচার্য, মৌবনী সরকার সহ আরো অনেকে ।
নববর্ষ ও অক্ষয় তৃতীয়া উপলক্ষে প্রকাশ পেল 'ভুতের রাজা দিল বর' রেস্তোরাঁর নতুন গান । গানের শুভ সুচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সন্দীপ ভট্টাচার্য, প্রিয়াঙ্কা ভট্টাচার্য, মৌবনী সরকার সহ আরো অনেকে । ভিডিও তে গান গেয়েছেন এবং অভিনয় করেছেন খরাজ মুখোপাধ্যায় | মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন জিৎ চক্রবর্তী | রেস্তোরাঁর কর্ণধার জানান শহরের অন্যান্য রেস্তোরাঁর থেকে ভুতের রাজা দিল বর আলাদা | এখানে ভুতের রাজার কাছে খাবার চাইতে হবে তবেই মিলবে খাবার | এছাড়াও এদিন রেস্তোরাঁর ১৮ বছরের জন্মদিন উপলক্ষে মাত্র ১৮০ টাকায় ১৮ টি পদের কথাও বলেন কর্ণধার রাজীব পাল | অভিনেতা মীর নববর্ষের আগাম শুভেচ্ছা জানিয়েছেন এই রেস্তোরাঁর জন্য