
তৃণমূল কংগ্রেস : 'সুপার ফ্লপ, দিশাহীন অমিত শাহ' বিস্ফোরক মন্তব্য কুণাল ঘোষের
‘অমিত শাহের সভা সুপার ফ্লপ। দিশাহীন কথা বলে গেছেন অমিত শাহ। নারদায় অভিযুক্ত শুভেন্দু অধিকারী মঞ্চে বসে। রাজ্যে অনুপ্রবেশ ঘটলে অমিত শাহের বিএসএফ কি করছে? আসছে লোকসভা নির্বাচন আর উনি বিধানসভা নির্বাচন নিয়ে কথা বলছেন।’
'অমিত শাহের সভা সুপার ফ্লপ। দিশাহীন কথা বলে গেছেন অমিত শাহ। নারদায় অভিযুক্ত শুভেন্দু অধিকারী মঞ্চে বসে। রাজ্যে অনুপ্রবেশ ঘটলে অমিত শাহের বিএসএফ কি করছে? আসছে লোকসভা নির্বাচন আর উনি বিধানসভা নির্বাচন নিয়ে কথা বলছেন। বাংলার মানুষকে বিভ্রান্ত করতে এসেছিলেন অমিত শাহ। যতবার ওরা আসবে ততবার ওরা হারবে।' বিস্ফোরক মন্তব্য কুণাল ঘোষের