
Samik Bhattacharya : ছুটে গিয়ে ED-র কাজে হস্তক্ষেপ, মমতাকে ধুয়ে দিলেন শমিক!
Samik Bhattacharya : শমীক ভট্টাচার্য বলেন, মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে গুরুত্বপূর্ণ ফাইল ও হার্ডডিস্ক নিয়ে যাওয়ার ঘটনা প্রমাণ করে দিয়েছে যে তৃণমূল কংগ্রেস দুর্নীতির সঙ্গে গভীরভাবে যুক্ত এবং অপরাধীদের আড়াল করার চেষ্টা করছে।
Samik Bhattacharya : শমীক ভট্টাচার্য বলেন, মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে গুরুত্বপূর্ণ ফাইল ও হার্ডডিস্ক নিয়ে যাওয়ার ঘটনা প্রমাণ করে দিয়েছে যে তৃণমূল কংগ্রেস দুর্নীতির সঙ্গে গভীরভাবে যুক্ত এবং অপরাধীদের আড়াল করার চেষ্টা করছে। কয়লা কেলেঙ্কারি ও হাওয়ালা সংক্রান্ত তদন্তে তৃণমূলের একাধিক নেতা ও পুরো ব্যবস্থাই জড়িত রয়েছে বলেও তিনি জানান। তিনি বলেন, অবৈধ খনন, সরকারি চাকরি বণ্টন থেকে শুরু করে প্রশাসনের প্রতিটি স্তরে তৃণমূল কংগ্রেস ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে।