'বিজেপি ফিনিশ হয়ে যাবে, অত সহজ নয়' মমতা-অভিষেককে একযোগে আক্রমণে সুকান্ত

কুড়মি বিক্ষোভ নিয়ে তৃনমূলকে দিলীপ ঘোষের হুঁশিয়ারি। তৃনমূলকে আক্রমণে সুকান্ত মজুমদার। ‘কুড়মি আন্দোলনের নামে বিজেপি নেতাদের গ্রেফতার। জঙ্গল মহলে শক্তিশালী বিজেপি। জঙ্গল মহলে বিজেপিকে দুর্বল করার চক্রান্ত তৃণমূলের।’

/ Updated: May 30 2023, 02:19 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

কুড়মি বিক্ষোভ নিয়ে তৃনমূলকে দিলীপ ঘোষের হুঁশিয়ারি। তৃনমূলকে আক্রমণে সুকান্ত মজুমদার। 'কুড়মি আন্দোলনের নামে বিজেপি নেতাদের গ্রেফতার। জঙ্গল মহলে শক্তিশালী বিজেপি। জঙ্গল মহলে বিজেপিকে দুর্বল করার চক্রান্ত তৃণমূলের। তৃণমূল আগুন নিয়ে খেলার চেষ্টা করছে। মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী হলে পরিযায়ী শ্রমিকদের চীনে যেতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় অপদার্থ মুখ্যমন্ত্রী।' অভিষেকের মন্তব্য প্রসঙ্গে সুকান্তর পাল্টা। 'উনি রাজনীতিতে নতুন, তাই ধারনা নেই। বিজেপি কি, বিজেপির আদর্শ কি, কি ভাবে বিজেপি চলে। ওনার এই সব বিষয়ে কোন ধারনাই নেই। সময় এলে বুঝবেন বিজেপি কি জিনিস। বিজেপি ফিনিশ হয়ে যাবে, অত সহজ নয়। ইন্দিরা গান্ধীর নাম শুনেছেন, উনিও চেষ্টা করেছিলেন। হাতি ঘোড়া গেল তল, ব্যাঙ বলে কত জল?'