- Home
- West Bengal
- Kolkata
- মধ্যবিত্তের মাথায় হাত! বছরের শুরুতে দাম বাড়ল পাউরুটির, নতুন বছরে কত টাকা করে গুণতে হবে?
মধ্যবিত্তের মাথায় হাত! বছরের শুরুতে দাম বাড়ল পাউরুটির, নতুন বছরে কত টাকা করে গুণতে হবে?
- FB
- TW
- Linkdin
কদিন আগে বেড়েছে ডিমের দাম। আর এবার পাউরুটি। ধীরে ধীরে চাপ বাড়ছে মধ্যবিত্তের পকেটে।
আগামী ৫ জানুয়ারি থেকে পাউরুটির দাম বাড়তে চলেছে। চার টাকা দাম বাড়বে পাউরুটির।
নতুন বছরে ধাক্কা খেল আমজনতা। বর্তমানে ৪০০ গ্রাম পাউরুটি মেলে ৩২ টাকায়। এবার তাই মিলবে ৩৬ টাকায়।
২০০ গ্রাম পাউরুটির দাম হবে ১৮ টাকা। অন্যদিকে, ১০০ গ্রাম পাউরুটির দাম হবে ৯ টাকা ৫০ পয়সা।
দু বছর আগে শেষ বেড়েছিল পাউরুটির দাম। এবার আবার বাড়ছে দাম।
দ্য জয়েন্ট অ্যাকশন কমিটির সম্পাদক ইমরান আলি জানান পাউরুটির কথা। তিনি বলেন, বেকারি শিল্পকে বাঁচাতে এই পদক্ষেপ।
ইমরান আলি বলেন, পাউরুটি তৈরি করতে যে সকল কাঁচামাল লাগে, সগুলোর দাম ব্যাপক মূল্য বৃদ্ধি পেয়েছে।
বিশেষ করে ডিম, ময়দা, চিনি, বনস্পতি, ভোজ্য তেল, জ্বালানি সহ বেশ কিছু জিনিসের দাম হু হু করে বেড়েছে।
বেকারি শিল্পকে বাঁচাতে আগামী ৫ জানুয়ারি থেকে অধিক দাম দিয়ে কিনতে হবে পাউরুটি।
তিনি বলেন, বেকারি শিল্পকে বাঁচেতে সহজ শর্তে ঋণের ব্যবস্থা করা দরকার।