Cpm Brigade Rally: আজকের ব্রিগেড যেন একটু অন্যরকম। মিছিল আছে, স্লোগান আছে, লাল ঝান্ডা আছে, কিন্তু কোথাও যেন এক শূন্যতা—অদৃশ্য, অথচ প্রবল। বিস্তারিত জানতে সম্পূর্ণ প্রতিবেদন পড়ুন…
Cpm Brigade Rally: আজকের ব্রিগেড যেন একটু অন্যরকম। মিছিল আছে, স্লোগান আছে, লাল ঝান্ডা আছে, কিন্তু কোথাও যেন এক শূন্যতা—অদৃশ্য, অথচ প্রবল। কারণ তিনি নেই। বুদ্ধদেব ভট্টাচার্য। প্রথমবার তাঁর অনুপস্থিতিতে ব্রিগেডে সমবেত হয়েছে বাম কর্মী-সমর্থকেরা।
গত বছর অগাস্টে প্রয়াত হন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। তারপর এই প্রথম ব্রিগেড। প্রতিবার এই মঞ্চে, বা তার আশপাশে, তাঁর উপস্থিতি ছিল বাম সমর্থকদের এক মানসিক ভরসা। কখনও সরাসরি, কখনও বাড়িতে বসে নজর রাখা—তাঁর ছায়া থাকত প্রতিটি সমাবেশে।
আজ সেই ছায়াটুকুও নিঝুম। পাম অ্যাভিনিউর সেই চিরপরিচিত বাড়িটি আজ স্তব্ধ, আলোহীন, নিঃসঙ্গ। সেখানে নেই প্রস্তুতির ব্যস্ততা, নেই আগমনের অপেক্ষা। যেন ব্রিগেডের লাল ঢল এড়িয়ে আজ চুপচাপ বসে আছেন তিনি—বাঙালির এক সময়ের ‘কমিউনিস্ট মুখ’।
সমাবেশে অনেকের মুখেই একটাই কথা—"আজ উনি নেই, তবু ওঁর অভাবটা সব থেকে বেশি টের পাচ্ছি।" লাল পতাকার মাঝে আজও তাঁর আদর্শের প্রতিধ্বনি শুনতে পান বহু প্রবীণ কর্মী। বক্তৃতায় উঠে এসেছে তাঁর কথা। মঞ্চে না থেকেও তিনি যেন রয়েছেন হাজার হাজার মানুষের চেতনায়। তাঁর অনুপস্থিতি শুধু শারীরিক নয়, এক আবেগের খামতি—যা ভাষায় ধরা যায় না।
অন্যদিকে ব্রিগেডের সমাবেশ থেকে ফের তৃণমূল-বিজেপিকে একযোগে নিশানা করলেন মহম্মদ সেলিম। এদিন মঞ্চে উঠে তার বক্তব্যের শুরুতেই স্পষ্ট বার্তা—ধর্মের নামে বিভাজনের রাজনীতিকে রুখতেই আজ ব্রিগেডে লাল ঝড় উঠেছে। এদিন তিনি বলেন, ''মুর্শিদাবাদকে বাংলাদেশের মতো সংখ্যালঘু নিধনের জায়গা হতে দেব না। হিন্দু-মুসলমান একসঙ্গে না লড়লে চলবে না। লড়াই মন্দির-মসজিদকে ঘিরে নয়, মানুষের অধিকারের জন্য হবে।''
একই সঙ্গে সেলিমের আরও অভিযোগ, তৃণমূল ও বিজেপি আদতে একসঙ্গে কাজ করছে। তিনি বলেন, ''তৃণমূল-বিজেপির স্ক্রিপ্ট এক। তা লেখা হয়েছে নাগপুরে। লিখে দিয়েছেন মোহন ভাগবত। কেন্দ্র ট্রেন বেচে দিচ্ছে, মমতা ট্রাম বেচে দিচ্ছেন। সরকার এখন মন্দির-মসজিদ চালাতে চায়, ট্রেনটা আগে ভালো করে চালাক।''
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


