- Home
- West Bengal
- Kolkata
- WB SSC 2016: প্রকাশ করতে হবে অযোগ্য গ্রুপ সি-ডি চাকরি প্রার্থীদের নাম, কড়া নির্দেশ হাইকোর্টের
WB SSC 2016: প্রকাশ করতে হবে অযোগ্য গ্রুপ সি-ডি চাকরি প্রার্থীদের নাম, কড়া নির্দেশ হাইকোর্টের
Calcutta High Court On SSC: ২০১৬ সালের এসএসসি চাকরি মামলায় এবার গ্রুপ সি-ডি প্রার্থীদের জন্য বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের। কী বললেন বিচারপতি অমৃতা সিনহা। বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

এসএসসি নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা
২০১৬-র প্যানেলের চাকরিহারা গ্রুপ-C এবং গ্রুপ D-র দাগিদেরও পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের নির্দেশ দিলেন বিচারপতি অমৃতা সিনহা। আগামী বুধবারের মধ্যে ৭ হাজার ২৯৩ জন অযোগ্যর বিস্তারিত তথ্য সহ সম্পূর্ণ তালিকা প্রকাশ করতে নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার।
কী বলছেন বিচারপতি সিনহা?
র্যাঙ্ক জাম্প করা প্রার্থী, প্যানেলের বাইরে থেকে চাকরি পাওয়া, OMR মেলেনি যাঁদের, তাঁদেরও বিস্তারিত তথ্য সহ পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছেন বিচারপতি সিনহা। নাম, রোল নম্বর, বাবার নাম, ঠিকানা এবং কোথায় কর্মরত ছিলেন, তার তথ্য দিয়ে তালিকা প্রকাশের নির্দেশ। প্যানেল প্রকাশের পর যাঁদের নিয়োগ করা হয়েছে, তাঁদের তালিকাও আগামী শুনানিতে আদালতে জমা দিতে হবে। নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ রাখার জন্যও স্কুল সার্ভিস কমিশনকে নির্দেশ দিয়েছেন বিচারপতি সিনহা।
চিহ্নিত অযোগ্য বাছাইয়ের নির্দেশ
নবম-দশম একাদশ-দ্বাদশের শিক্ষকদের পাশাপাশি ২০১৬ সালের এসএসসি-এর চিহ্নিত অযোগ্য গ্রুপ 'সি' এবং গ্রুপ 'ডি' দের তালিকা প্রকাশেরও নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। সেইমতো কমিশন গ্রুপ 'সি' এবং গ্রুপ 'ডি' এর ৩,৫১২ জনের তালিকা প্রকাশ করেছে। কিন্তু সুপ্রিম কোর্টকে কমিশন জানিয়েছিল অযোগ্যদের সংখ্যা ৭,২৯৩ জন। সেই তালিকা এবং সংখ্যা নিয়ে সোমবার প্রশ্ন তোলেন বিচারপতি অমৃতা সিনহা। আগামী বুধবারের মধ্যে এই ৭,২৯৩ জনের বিস্তারিত তথ্য সহ তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা।
কী বলছে কমিশন?
এই চিহ্নিত দাগি ৭ হাজার ২৯৩ জনের মধ্যে, শিক্ষক-শিক্ষিকাদের পাশাপাশি অশিক্ষক কর্মচারী অর্থাৎ গ্রুপ 'সি' গ্রুপ 'ডি' কর্মীরাও রয়েছেন। এরমধ্যে ৩,৫১২ দাগি অশিক্ষক কর্মীদের তালিকা ও দাগি ১ হাজার ৮০৬ জন নবম-দশম, একাদশ-দ্বাদশের শিক্ষক-শিক্ষিকাদের বিস্তারিত তালিকা প্রকাশ করেছে কমিশন।
মামলার পরবর্তী শুনানি কবে?
এরা সকলেই চাকরি করছিলেন। কিন্তু বাকিরা দাগিদের তালিকায় থাকলেও তাঁরা চাকরি করছিলেন না। এবার সকলেরই বিস্তারিত তথ্য সহ তালিকা প্রকাশ করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।

