- Home
- West Bengal
- Kolkata
- রাজ্যে বাড়ল স্পেশাল ইন্টেনসিভ রিভিশন প্রক্রিয়ার সময়সীমা, SIR নিয়ে বড় আপডেট কমিশনের
রাজ্যে বাড়ল স্পেশাল ইন্টেনসিভ রিভিশন প্রক্রিয়ার সময়সীমা, SIR নিয়ে বড় আপডেট কমিশনের
WB SIR Update: রাজ্যে এখনও শেষ হয়নি এসআইআর বা ভোটার তালিকা নিবিড় সমীক্ষার কাজ। তার আগে বড় সিদ্ধান্তের কথা ঘোষণা করল জাতীয় নির্বাচন কমিশন। বিস্তারিত জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

বাড়ল স্পেশাল ইন্টেনসিভ রিভিশন প্রক্রিয়ার সময়
নির্ধারিত সময়ের মধ্যেই শেষ করতে হবে এসআইআর-এর কাজ। কড়া বার্তা দেওয়ার পরও আচমকাই স্পেশাল ইন্টেনসিভ রিভিশন প্রক্রিয়ার সময়সীমা বাড়িয়ে দিল জাতীয় নির্বাচন কমিশন। তবে হঠাৎ কেন এই সিদ্ধান্ত সেই বিষয়ে অবশ্য এখনও পর্যন্ত বিস্তারিত তথ্য জানা যায়নি।
কবে প্রকাশিত হবে খসড়া ভোটার তালিকা?
বিজ্ঞপ্তি জারি করে কমিশন জানিয়েছে, ৪ ডিসেম্বর নয় ১১ ডিসেম্বর শেষ হবে এসআইআরের ফর্ম পর্ব। ৯ ডিসেম্বরের পরিবর্তে খসড়া ভোটার তালিকা প্রকাশ ১৬ ডিসেম্বর। নতুন ভোটাররা নাম অন্তর্ভুক্ত করার জন্য ১৬ ডিসেম্বর থেকে ১৫ জানুয়ারি আবেদন করতে পারবেন। ৭ ফেব্রুয়ারির পরিবর্তে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে ২০২৬ সালের ১৪ ফেব্রুয়ারি। পশ্চিমবঙ্গ সহ দেশের ১২ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ক্ষেত্রেই এই সময়সীমা প্রযোজ্য হবে।
পশ্চিমবঙ্গে কী কারণে বাড়ল এসআইআর-এর সময়সীমা?
কমিশন থেকে শেষ পাওয়া তথ্য অনুযায়ী, পশ্চিমবঙ্গে ইতিমধ্যেই ৯৫.২৪ শতাংশ অর্থাৎ ৭ কোটি ২৯ লক্ষ ৯৩ হাজার ১৮৫ জন ভোটারের ডিজিটাইজেশন শেষ হয়েছে । সেক্ষেত্রে পশ্চিমবঙ্গে বিএলওদের বিক্ষোভ , শাসক দল তৃণমূলের চাপ বা অন্য কোনও কারণে এসআইআর-র সময় সীমা বাড়ানোর হয়নি ।
কতগুলি রাজ্যে বাড়ল এসআইআর-এর সময়সীমা?
১২ রাজ্যে এস আই আর এর সময় সীমা বাড়ানো হয়েছে তেমনটাই মত বিশেষজ্ঞ মহলের। উত্তরপ্রদেশের কাজের গতি দেখে এখনও পর্যন্ত ৬৯.৫৬ শতাংশ। বাকি সমস্ত রাজ্যের ক্ষেত্রে ৮০ শতাংশের বেশি । যদিও কমিশনের দাবি, খসড়া তালিকা প্রকাশের আগে মৃত, স্থানান্তরিত, ডুপ্লিকেট এবং এনুমারেশন ফর্ম বিলির সময় অনুপস্থিত ভোটারদের নাম বাদ পড়া এই সমস্ত তথ্য বুথ লেভেল এজেন্টদের সঙ্গে বিএলওকে মিলিয়ে দেখার জন্য পর্যাপ্ত সময় দিতেই এই সিদ্ধান্ত। যাতে পরে কোনও অভিযোগ না থাকে।
হঠাৎ কেন এই সিদ্ধান্ত?
রাজ্যে একাধিক বিলওদের মৃত্যু , তার জেরে একাধিক জায়গায় বিক্ষোভ , বিএলও অ্যাপের প্রযুক্তিগত সমস্যা থেকে শুরু করে একাধিক কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে কমিশন সূত্রে খবর । পাশাপাশি স্পেশাল অবজারভার, ১২ অবজারভারের এবং জেলা নির্বাচনী আধিকারিকদের সঙ্গে সিইও এর বৈঠক হয় শনিবার। তারপরই এই সিদ্ধান্ত বলেই সূত্রের খবর।

