- Home
- West Bengal
- Kolkata
- WB SSC Verdict: এসএসসি মামলায় আদালতে বড় জয় রাজ্যের, খারিজ নিয়োগ সংক্রান্ত যাবতীয় মামলা
WB SSC Verdict: এসএসসি মামলায় আদালতে বড় জয় রাজ্যের, খারিজ নিয়োগ সংক্রান্ত যাবতীয় মামলা
WB SSC New Recruitment Update: এসএসসি মামলায় এবার বড় জয় পেল রাজ্য। সিঙ্গেল বেঞ্চের পর এবার ডিভিশন বেঞ্চেও খারিজ এসএসসি সংক্রান্ত যাবতীয় মামলা। বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ ফটো গ্যালারি।।

আদালতে বড় জয় রাজ্যের!
২০১৬ সালের এসএসসি-এর নতুন নিয়োগ বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে হওয়া সমস্ত আবেদনের মামলা খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। বুধবারই আদালত এই সংক্রান্ত যাবতীয় মামলা খারিজ করে দেয়।
খারিজ SSC মামলা
বুধবার বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চ রায়ে জানিয়ে দিল, এসএসসি-এর বিজ্ঞপ্তিতে কোনরকম হস্তক্ষেপ করবে না হাইকোর্ট। এছাড়াও পরীক্ষায় বসতে পারবেন না চিহ্নিত অযোগ্যরা।
বহাল থাকবে আগের বিজ্ঞপ্তিই
গত ৩০ মে রাজ্য শিক্ষা দফতর এবং এসএসসি যে নতুন নিয়োগ প্রক্রিয়ার যে বিজ্ঞপ্তি জারি করেছিল, সেই বিজ্ঞপ্তি মেনেই হবে নিয়োগ প্রক্রিয়া। এদিন স্পষ্ট জানিয়ে দিয়েছে ডিভিশন বেঞ্চ। ফলে একই সঙ্গে বহাল থাকছে ওই ৩০ মে-র বিজ্ঞপ্তি।
নতুন বিজ্ঞপ্তি মেনে পরীক্ষা
জানা গিয়েছে, পরীক্ষা হবে নতুন বিজ্ঞপ্তি মেনেই। বিচারপতির সিঙ্গেল বেঞ্চের নির্দেশই বহাল রাখল ডিভিশন বেঞ্চ।
নম্বর বিভাজনের আপত্তি খারিজ
বয়স সীমা বাড়ানোর আবেদন এবং নম্বর বিভাজন নিয়ে আপত্তিও খারিজ করে দিল ডিভিশন বেঞ্চ। জানা গিয়েছে, চাকরির অভিজ্ঞতার জন্য বাড়তি ১০ নম্বর এবং শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রে নম্বর বিভাজনে যে পরিবর্তন আনা হল, তা চ্যালেঞ্জ করেও মামলা দায়ের হয়। সেই সমস্ত মামলা এদিন খারিজ করে দিল আদালত।

