
'অভিযোগ করেছিলাম, তাই আমায় অভিযুক্ত করা হল' আদালতের পথে ধৃত তাপস মণ্ডলের প্রতিক্রিয়া
'অভিযোগ করেছিলাম, তাই আমায় অভিযুক্ত করা হল। প্রভাবশালী একজন আমায় ফাঁসিয়েছে। কুন্তল যে টাকাটা ডিমান্ড করেছিল সেটাই আমি তুলেছি। আমি টাকা নেইনি কুন্তল ঘোষকে টাকা দেওয়া হয়েছে।'
'অভিযোগ করেছিলাম, তাই আমায় অভিযুক্ত করা হল। প্রভাবশালী একজন আমায় ফাঁসিয়েছে। কুন্তল যে টাকাটা ডিমান্ড করেছিল সেটাই আমি তুলেছি। আমি টাকা নেইনি কুন্তল ঘোষকে টাকা দেওয়া হয়েছে।' আদালতে যাওয়ার পথে জানালেন অভিযুক্ত তাপস মণ্ডল। অপরদিকে তাপস মণ্ডলের গ্রেফতারিতে খুশি অভিযুক্ত কুন্তল ঘোষ। কুন্তল বলেন, 'আমার অভিযোগ সত্যি হল, আমি খুশি হলাম।' সিবিআই সূত্রে খবর চাকরি-বিক্রির নামে কোটি কোটি টাকা লেনদেনে জড়িত তাপস, কুন্তল ও নীলাদ্রি। গোপন জবানবন্দি দিতে চেয়েছেন নিয়োগ দুর্নীতিতে ধৃত যুব তৃণমূল নেতা শেখ সাহিদ ইমাম। নিজাম প্যালেস থেকে বার করা হল কৌশিক ঘোষ, আবদুল খালেক ও শেখ আলি ইমামকে।