- Home
- West Bengal
- Kolkata
- আরজি কর-কাণ্ডের তদন্তের স্টেটাস রিপোর্টে কী আছে? সুপ্রিম কোর্টের শুনানির প্রস্তুতি তুঙ্গে সিবিআই দফতরে
আরজি কর-কাণ্ডের তদন্তের স্টেটাস রিপোর্টে কী আছে? সুপ্রিম কোর্টের শুনানির প্রস্তুতি তুঙ্গে সিবিআই দফতরে
| Published : Sep 16 2024, 10:08 PM IST / Updated: Sep 17 2024, 07:08 AM IST
- FB
- TW
- Linkdin
মঙ্গলবার সুপ্রিম কোর্টে শুনানি
মঙ্গলবার সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি। আরজি কর মামলার একাধিক পক্ষ রয়েছে। প্রায় ২০০ আইনজীবী উপস্থিত থাকবে। সিবিআই এই মামলার গুরুত্বপূর্ণ পক্ষ।
স্টেটাস রিপোর্ট
আগের শুনানিতেই সুপ্রিম কোর্ট সিবিআইকে ১৬ সেপ্টেম্বরের মধ্যে তদন্তের অগ্রগতি সম্পর্কিত স্টেটাস রিপোর্ট জমা দিতে নির্দেশ দিয়েছিল।
সুপ্রিম কোর্টে সিবিআই-এর আইনজীবী
এবারও সুপ্রিম কোর্টে সিবিআই-এর হয়ে সওয়াল করতে পারেন সলিসিটার জেনারেল তুষার মেহতা। আগের শুনানিতে তিনি ছিলেন সিবিআই-এর আইনজীবী।
চালান গুরুত্বপূর্ণ
সিবিআই সূত্রের খবর ময়নাতদন্তের চালান নিয়ে গত শুনানিতে প্রশ্ন উঠেছিল। এই শুনানিতে রাজ্যের কাছ থেকে চালান জমা পড়েছে কিনা তা খতিয়ে দেখা হবে
গ্রেফতার ২
সিবিআই ইতিমধ্যেই আরজি করে চিকিৎসক খুন ও ধর্ষণকাণ্ডে তৎকালীন অধ্যক্ষ ও টালা থানার ওসিকে গ্রেফতার করেছে। সেটাও আদালতকে জানাবে।
তদন্তের অগ্রগতি
সিবিআই সূত্রের খবর সন্দীপ আর অভিজিতের গ্রেফতারি ও তাদের জিজ্ঞাসাবাদ একটি বড় আপডেট সেটাই তুলে ধরা হবে।
ক্রাইম সিন
সিবিআই সূত্রের খবর আগের শুনানিতে ক্রাইম সিন নিয়ে তাদের যে ধোঁয়াশা ছিল তার আপডেট নিয়ে সওয়াল করা হতে পারে।
সিবিআই-এর হাতে তদন্ত
কলকাতা হাইকোর্টের নির্দেশে বর্তমানে আরজি কর হত্যাকাণ্ডের তদন্তের ভার সিবিআই-এর হাতে। তদন্তভার হাতে নেওয়ার এক মাস পরে গ্রেফতার অধ্যক্ষ সন্দীপ।
আরজি কর হাসপাতালে সিবিআই
৯-১৬ সেপ্টেম্বরের মধ্যে সিবিআই তদন্তকারীদের একাধিক দল আরজি কর হাসপাতাল সফর করে। অধ্যক্ষের ঘর থেকে শুরু করে মর্গ সর্বত্রই তারা খতিয়ে দেখেছে।
তদন্তের অগ্রগতি
সুপ্রিম কোর্টে মুখবন্ধ খামে তদন্তের অগ্রগতি সম্পর্কিত রিপোর্ট জমা দেওয়ার কথা সিবিআই-এর। সূত্রের খবর সন্দীপ অভিজিৎকে জেরা থেকে শুরু করে আরজি কর হাসপাতালের নমুনা সংগ্রহ -সবই থাকতে পারে।