সংক্ষিপ্ত
আরজি কর (RG Kar) তদন্তে গতি আনতে এবার টালা থানার (Tala PS) প্রাক্তন ওসির পলিগ্রাফ টেস্ট (Polygraph Test) করা হতে পারে। বিষয়টি অনেকটা সেইদিকেই এগোচ্ছে।
আরজি কর (RG Kar) তদন্তে গতি আনতে এবার টালা থানার (Tala PS) প্রাক্তন ওসির পলিগ্রাফ টেস্ট (Polygraph Test) করা হতে পারে। বিষয়টি অনেকটা সেইদিকেই এগোচ্ছে।
কারণ, আরজি কর হত্যাকাণ্ডের ধোঁয়াশা যেন কিছুতেই কাটছে না। সেই রহস্যের জট ছাড়াতেই এবার টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলের পলিগ্রাফ করাতে চায় সিবিআই। এই মর্মে আদালতে আবেদন জানালেন তদন্তকারীরা। যদিও এখনও আইনি অনুমতি মেলেনি বলেই জানা যাচ্ছে।
প্রসঙ্গত, শুক্রবার এই মামলার অন্যতম দুই অভিযুক্ত সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলকে শিয়ালদহ আদালতে পেশ করা হয়। সিবিআই সূত্রে খবর ছিল, আরজি করের প্রাক্তন অধ্যক্ষের জেরায় একাধিক অসঙ্গতি মিলেছে। তাই সেই ধোঁয়াশা কাটাতে এবার সন্দীপ ঘোষের নারকো টেস্ট করাতে চায় সিবিআই।
কিন্তু সেখানেই শেষ নয়। সেইসঙ্গে, টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলেরও পলিগ্রাফ টেস্ট করাতে চায় তারা। কারণ, ঘটনার শুরু থেকে একাধিকবার তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছে। এফআইআর দায়ের থেকে শুরু করে প্রমাণ লোপাট, বহু অভিযোগের তীর রয়েছে কলকাতা পুলিশের (Kolkata Police) অধীনস্থ টালা থানার এই প্রাক্তন ওসির বিরুদ্ধে।
আর তাই এবার অভিজিৎ মণ্ডলেরও পলিগ্রাফ টেস্ট করাতে চেয়ে আদালতে আবেদন জানাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। উল্লেখ্য, কয়েকদিন আগেই এই মামলায় তাঁকে গ্রেফতার করে সিবিআই (CBI)। যদিও তার আগে তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। কিন্তু তদন্ত এগোতেই সিবিআই-এর জালে ধরা পড়েন টালা থানার প্রাক্তন ওসি।
আর এবার সেই ধৃত পুলিশ অফিসারের পলিগ্রাফ টেস্ট করাতে চাইছে সিবিআই। সূত্র মারফৎ জানা যাচ্ছে, আসল ঘটনার আরও কাছাকাছি পৌঁছতেই তদন্তকারীদের এই সিদ্ধান্ত। আপাতত অনুমতির অপেক্ষায় রয়েছেন তারা।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।