Kolkata ISIS News: কলকাতায় বসে আইএস জঙ্গিযোগের অভিযোগ। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে ধৃত তিন যুবক। বিশদে জানতে সম্পূর্ণ প্রতিবেদন পড়ুন…
Kolkata ISIS News: কলকাতায় বসে জঙ্গি কার্যকলাপ! গোয়েন্দাদের জালে তিন সন্দেহভাজন যুবক। কলকাতার ফ্ল্যাটে হানা দিয়ে ওই তিন সন্দেহভাজন যুবককে আটক করেছে গোয়েন্দারা। সূত্রের খবর, ধৃতদের বিরুদ্ধে বাংলায় বসে সিরিয়ায় জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকার প্রমাণ মিলেছে। রবিবার শহরের একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে ওই তিন সন্দেহভাজন যুবককে আটক করে কেন্দ্রীয় গোয়েন্দারা। ধৃতদের এদিন দিল্লিতে নিয়ে যাওয়া হয়েছে বলে খবর জানা গিয়েছে।
সূত্রের খবর, কেন্দ্রীয় গোয়েন্দাদের কাছে খবর ছিল যে, কলকাতায় গা-ঢাকা দিয়ে রয়েছে আইএসআইএস-এর সঙ্গে লিঙ্কম্যান হিসেবে কাজ করে তিন যুবক। অনেক দিন ধরেই তাদের সন্ধানে খোঁজ চালাচ্ছিল গোয়েন্দারা। সেইমত আগাম খবর পেয়ে কেন্দ্রীয় গোয়েন্দাদের একটি টিম কলকাতায় তল্লাশি অভিযান শুরু করে। তদন্তে নেমে এরপরই গোয়েন্দারা জানতে পারেন, দক্ষিণ কলকাতার কসবা এলাকা থেকে সিরিয়ার সঙ্গে সরাসরি যোগাযোগ করা হচ্ছে।
জানা গিয়েছে, এরপর গোয়েন্দারা দুটি ল্যাপটপের আইপি অ্যাড্রেস ধরে ওই যুবকদের খোঁজ পেতে তল্লাশি শুরু করে। আইপি অ্যাড্রেসের সূত্র ধরেই কসবার রাজডাঙ্গা এলাকার একটি ফ্ল্যাটে হানা দেয় কেন্দ্রীয় গোয়েন্দারা। সেখানে হানা দিয়েই ওই তিন যুবককে পাকড়াও করেন গোয়েন্দারা। জানা গিয়েছে, ধৃত তিনজনের মধ্যে আবার একজন ভিনরাজ্যের বাসিন্দা। গোয়েন্দা সূত্রে খবর, ধৃতরা নিজেদের কসবা এলাকায় আইটি সেক্টরের কর্মী বলে পরিচয় দিতেন। ধৃতদের ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে গোয়েন্দারা দুটি ল্যাপটপ সহ বৈদ্যুতিন সরঞ্জাম বাজেয়াপ্ত করেছে।
সূত্রের খবর, ওই ল্যাপটপ দুটিতে সন্দেহজনক নথি পাওয়া গিয়েছে। এরপরই যুবকদের জেরা করা হয়। জেরায় অসঙ্গতিপূর্ণ জবাব দেওয়ায় তাদের আটক করে কেন্দ্রীয় গোয়েন্দারা। ধৃতদের দিল্লি নিয়ে যাওয়া হয়। গোয়েন্দা সূত্র মারফত খবর থেকে জানা গিয়েছে যে, দেশের বিভিন্ন জায়গায় ফের সক্রিয় হয়ে উঠেছে জঙ্গি সংগঠন আইএসআইএস। ফের অনলাইনে নিয়োগ পদ্ধতি শুরু করেছে তারা। তার জন্য সোশ্যাল মিডিয়াকেই তারা ব্যবহার করছে। সোশ্যাল মিডিয়ায় তৈরি করছে নিজস্ব গ্রুপ। দেশের বিভিন্ন রাজ্য ও শহরের বাসিন্দা বিভিন্ন পেশার আড়ালে থাকা আইএসআইএস স্লিপার সেলের সদস্যরা দেখছে যে, কাদের মগজধোলাই করা সহজ হবে। আর তারপরেই কাজ শুরু।
জানা গিয়েছে, এর জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহার করে বন্ধুত্ব পাতাচ্ছে তারা। এরপরই পাতানো বন্ধুদের মগজধোলাই করছে তারা। গোয়েন্দা সূত্রে খবর, ধৃত যুবকদের মগজধোলাইয়ের কাজ করেছিল এই আইএস জঙ্গি সংগঠন। আর কলকাতায় বসে তারা অন্যদের মগজধোলাই করেছিল বলে প্রাথমিক তদন্তে অনুমান গোয়েন্দাদের। ধৃতদের হেফাজতে নিয়ে জানা হবে এই চক্রের জাল কতদূর পর্যন্ত বিস্তৃত। আর কারা-কারা এই চক্রের সঙ্গে যুক্ত।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


