'এটাই আসল ডকুমেন্ট' জমির নথি হাতে নিয়ে সোজা অমর্ত্য সেনের বাড়িতে মমতা
'এটাই আসল ডকুমেন্ট', জমির সব নথি হাতে নিয়ে অমর্ত্য সেনের বাড়িতে মমতা। অমর্ত্য সেনের বাড়ি প্রতীচীতে মুখ্যমন্ত্রী। মমতা বলেন, ‘আমি ল্যান্ডের রেকর্ড নিয়ে এসেছি। আমি কয়েকদিন ধরে সরকারকে দিয়ে সার্ভে করিয়েছি। এটাই হল আসল ডকুমেন্ট। অনেকদিন ধরে সহ্য করছি।’
'এটাই আসল ডকুমেন্ট', জমির সব নথি হাতে নিয়ে অমর্ত্য সেনের বাড়িতে মমতা। অমর্ত্য সেনের বাড়ি প্রতীচীতে মুখ্যমন্ত্রী। মমতা বলেন, 'আমি ল্যান্ডের রেকর্ড নিয়ে এসেছি। আমি কয়েকদিন ধরে সরকারকে দিয়ে সার্ভে করিয়েছি। এটাই হল আসল ডকুমেন্ট। অনেকদিন ধরে সহ্য করছি। একজন মানুষকে অসম্মান করা হচ্ছে। আমরা আইনত কী করতে পারি, সেটা আমি ফিরে যাওয়ার পর জেলাশাসককে নির্দেশ দিয়ে দেব। অমর্ত্য সেনের নিরাপত্তাব্যবস্থা জোরদার করার নির্দেশ দিলেন মমতা। ডিজি-কে নির্দেশ জেড প্লাস নিরাপত্তার।