- Home
- West Bengal
- Kolkata
- বাংলার সরকারি কর্মীদের জন্য এবার সপ্তম বেতন কমিশন! কেন্দ্রের সমান DA পেতে চলেছেন রাজ্যের কর্মীরা?
বাংলার সরকারি কর্মীদের জন্য এবার সপ্তম বেতন কমিশন! কেন্দ্রের সমান DA পেতে চলেছেন রাজ্যের কর্মীরা?
দুর্দান্ত খবর আসতে চলেছে বাংলার সরকারি কর্মীদের জন্য। কেন্দ্রীয় বাজেটের পর কি এবার সপ্তম বেতন কমিশন তৈরি করবে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার? বড় খবর সামনে এল।
- FB
- TW
- Linkdin
)
পশ্চিমবঙ্গ সরকারের আসন্ন বাজেটকে ঘিরে রাজ্য সরকারি কর্মচারীদের একাংশের মধ্যে আশার আলো জ্বলছে।
কারণ, অনেকেই মনে করছেন যে এবারের বাজেটে সপ্তম বেতন কমিশনের ঘোষণা হতে পারে।
তবে সেই সম্ভাবনা থাকলেও, এই ঘোষণা আদৌ কার্যকর হবে কিনা, তা নিয়ে প্রশ্ন উঠছে।
তৃতীয় মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেটের আগে সরকারি কর্মচারীদের মধ্যে জল্পনা তুঙ্গে।
তবে সরকারিভাবে এখনও কিছু ঘোষণা করা হয়নি।
অনেকেই মনে করছেন, সপ্তম বেতন কমিশন গঠিত হলেও তা কার্যকর করতে দীর্ঘ সময় লাগবে, যেমন হয়েছিল ষষ্ঠ বেতন কমিশনের ক্ষেত্রে।
রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বর্তমানে ১৪% যেখানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা সপ্তম বেতন কমিশনের আওতায় ৫৩% মহার্ঘ ভাতা পান।
অর্থাৎ রাজ্য ও কেন্দ্রের ডিএ-র মধ্যে ৩৯% পার্থক্য রয়েছে। এই বিশাল ব্যবধান থাকায় সপ্তম বেতন কমিশন চালু হলেও বেতন বৃদ্ধির সঠিক প্রভাব কর্মচারীরা পাবেন কিনা, তা নিয়ে সংশয় রয়েছে।
পশ্চিমবঙ্গে বর্তমানে ষষ্ঠ বেতন কমিশন কার্যকর রয়েছে। ২০১৫ সালে মমতা বন্দ্যোপাধ্যায় এই কমিশন গঠনের ঘোষণা করেছিলেন।
কিন্তু কমিশনের সুপারিশ কার্যকর হতে প্রায় পাঁচ বছর লেগে গিয়েছিল এবং ২০২০ সালের ১ জানুয়ারি থেকে ষষ্ঠ বেতন কমিশন কার্যকর হয়। ফলে সপ্তম বেতন কমিশন ঘোষিত হলেও তা কবে বাস্তবে রূপ নেবে, সেই প্রশ্ন থেকেই যাচ্ছে।
ইতিমধ্যে কেন্দ্রীয় সরকার অষ্টম বেতন কমিশন গঠনের ঘোষণা করেছে, যা ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হতে পারে বলে মনে করা হচ্ছে। যদিও এ নিয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি।
রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ মনে করছেন, সপ্তম বেতন কমিশন যদি গঠিত হয়, তবে তা দ্রুত কার্যকর করতে হবে। না হলে আগের মতোই দীর্ঘসূত্রিতা দেখা দেবে।
রাজ্য সরকারের তরফে এবিষয়ে এখনো কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে বাজেট ঘোষণার পরেই বিষয়টি পরিষ্কার হয়ে যাবে।