DA বাড়ছে ৪ শতাংশ, কবে থেকে অ্যাকাউন্টে ঢুকবে বাড়তি টাকা? প্রকাশ্যে বড় খবর
রাজ্য সরকারি কর্মীদের ডিএ ৪% বৃদ্ধি পেয়ে ১৮% হয়েছে। ১লা এপ্রিল থেকে এই বর্ধিত ডিএ কার্যকর হবে। এদিকে সপ্তম বেতন কমিশন নিয়ে এখনও কোনও নিশ্চিত খবর নেই।

দীর্ঘদিন ধরে জল্পনা চলেছে রাজ্য সরকারি কর্মীদের ডিএ নিয়ে। কত শতাংশ বাড়বে ডিএ তা নিয়ে প্রশ্ন ছিল সকলের মনে।
মাঝে শোনা গিয়েছিল ৬ শতাংশ বাড়বে। তেমনই কখনও গুজব রটে ১০ শতাংশ ডিএ বাড়বে।
দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে বাজেটে ডিএ-র কথা ঘোষণা করা করে মমতা সরকার। জানানো হয় ৪ শতাংশ হারে ডিএ দেওয় হবে।
এতদিন ১৪ শতাংশ হাতে ডিএ পাচ্ছিল রাজ্য সরকারি কর্মীরা। তা বেড়ে হল ১৮ শতাংশ।
এবার ডিএ নিয়ে প্রকাশ্যে এল আরও বড় খবর। কবে থেকে মিলবে এই বাড়তি টাকা জানা গেল তা।
দীর্ঘ অপেক্ষার পর ডিএ ঘোষণা তো হল, কিন্তু কবে অ্যাকাউন্টে ঢুকবে এই টাকা সে প্রশ্ন সকলের মনে।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ১ এপ্রিল থেকে কার্যকর হবে এই ডিএ।
অর্থাৎ এই এপ্রিল থেকে ১৮ শতাংশ হারে ডিএ পাবেন সকল রাজ্য সরকারি কর্মীরা। অর্থাৎ আর কদিনের মধ্যেই বাড়ছে বেতন।
এদিকে সপ্তম পে কমিশনের গঠন নিয়ে আপাতত কোনও সঠিক খবর আসেনি। পুরনো রেকর্ড বলছে ২০১৫ সালে গঠিত হয়েছিল ষষ্ঠ পে কমিশন। তারপর ১০ বছর অর্থাৎ ২০২৫-এই গঠিত হওয়ার কথা সপ্তম পে কমিশনের।
তবে, আপাতত মেলেনি কোনও নিশ্চিত খবর। সম্ভব চলতি বছরের শেষে ঘোষণা হবে সপ্তম পে কমিশনের।