News Round-up: সারাদিনের সেরা খবর, সারাদিনের বাছাই করা খবর, যা না পড়লেই নয়। আজকের সেরা পাঁচটি খবরে নজর বুলিয়ে নিন এক মিনিটে। একটা ক্লিকেই সারা দুনিয়ার সেরা খবর পেয়ে যান এশিয়ানেট বাংলার নিউজ রাউন্ড আপে।
১. বৃহস্পতিবার কলকাতায় তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রের শাসক দল বিজেপি ও নির্বাচন কমিশনকে তীব্র আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি দাবি করেন, যতদিন বেঁচে আছেন কারও ভোটাধিকার কেড়ে নিতে দেবেন না। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও এই ইস্যুতে বিজেপি-কে তীব্র আক্রমণ করেন। বিজেপি-র বিরুদ্ধে বাঙালিদের ভাষার জন্য হেনস্থা করার অভিযোগও এনেছেন মমতা।
বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন- ''যতদিন বেঁচে আছি, কাউকে মানুষের ভোটাধিকার কেড়ে নিতে দেব না'', এসআইআর বিরোধী প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায়
২. দুর্গাপুজোর আগে রাজ্যের সরকারি কর্মীদের জন্য অ্যাড-হক বোনাসের কথা ঘোষণা করল নবান্ন। পশ্চিমবঙ্গ সরকার জানিয়েছে, চলতি আর্থিক বছরে বোনাসের পরিমাণ বেড়ে হচ্ছে ৬,৮০০ টাকা। আগামী মাসের মাঝামাঝি সময়ে সরকারি কর্মীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা দেওয়া হবে। যাঁরা অন্তত ৬ মাস ধরে কাজ করেছেন, তাঁরাই বোনাস পাবেন। যাঁরা দৈনিক মজুরির ভিত্তিতে বা চুক্তির ভিত্তিতে কাজ করেন, তাঁরা যদি বছরে অন্তত ১২০ দিন কাজ করে থাকেন, তাহলে তাঁরাও অ্যাড-হক বোনাস পাবেন।
বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন- সরকারি কর্মীদের জন্য বোনাসের ঘোষণা নবান্নের, মহালয়ার আগেই অ্যাকাউন্টে ঢুকবে ৬৮০০ টাকা! কারা পাবেন?
৩. বৃহস্পতিবার দু'বার কলকাতা মেট্রোরেলের ব্লু লাইনে সমস্যায় পড়লেন যাত্রীরা। সকাল ১০টা নাগাদ অনেক যাত্রী অভিযোগ করেন, মহানায়ক উত্তম কুমার স্টেশন থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত যাওয়ার মেট্রো পেতে সমস্যা হচ্ছে। এরপর সন্ধে সাতটা নাগাদ শোভাবাজার-সুতানুটি স্টেশনে দমদমগামী মেট্রোর দরজা বন্ধ করা সম্ভব হয়নি। যাত্রীদের নামিয়ে দিয়ে ট্রেনটিকে কারশেডে পাঠিয়ে দেওয়া হয়। ফলে যাত্রীদের ভোগান্তি হয়।
বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন- সকালের পর সন্ধে, ফের কলকাতা মেট্রোরেলে বিভ্রাট, ভোগান্তি যাত্রীদের
৪. সারা দেশে মহিলাদের জন্য সবচেয়ে নিরাপদ শহর নাগাল্যান্ডের কোহিমা। এরপর আছে বিশাখাপত্তনম, ভুবনেশ্বর, আইজল, গ্যাংটক, ইটানগর ও মুম্বই। মহিলাদের নিরাপত্তার ক্ষেত্রে সবচেয়ে খারাপ জায়গায় পাটনা, জয়পুর, ফরিদাবাদ, দিল্লি, কলকাতা, শ্রীনগর ও রাঁচি। জাতীয় বার্ষিক প্রতিবেদন ও নারী সুরক্ষা সূচক ২০২৫ অনুসারে এই খবর জানানো হয়েছে।
বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন- মহিলাদের জন্য সবচেয়ে নিরাপদ কোহিমা, মুম্বই! কলকাতা কত নম্বরে দাঁড়িয়ে? দেখে নিন রিপোর্ট
৫. ডিসেম্বরে নতুন নামে শুরু হতে পারে ইন্ডিয়ান সুপার লিগ। সুপ্রিম কোর্টের নির্দেশে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন ও ফুটবল স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেডের আলোচনার পর আইএসএল নিয়ে জটিলতা কেটে যাওয়ার আশা তৈরি হয়েছে। তবে আইএসএল-এর সঙ্গে আর হয়তো যুক্ত থাকবে না এফএসডিএল।
বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন- আগামী মাসে সুপার কাপ, অক্টোবরে নয়, আরও ২ মাস পিছিয়ে নতুন নামে আইএসএল?
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


