Kolkata Metro Rail: কলকাতা মেট্রোরেলের নতুন একাধিক রুটের উদ্বোধন হয়েছে। কিন্তু সম্প্রতি ব্লু লাইনের যাত্রীদের দুর্ভোগের মুখে পড়তে হচ্ছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার ফের একই ঘটনা দেখা গেল।
KNOW
Kolkata Metro Rail Problem: সকালের পর সন্ধে, ফের কলকাতা মেট্রোরেলে ভোগান্তির অভিযোগ যাত্রীদের। সকালে অভিযোগ উঠেছিল, মহানায়ক উত্তম কুমার স্টেশন থেকে শহিদ ক্ষুদিরাম মেট্রো স্টেশন পর্যন্ত যেতে গিয়ে সমস্যা হচ্ছে। মেট্রোরেল কর্তৃপক্ষ সেই অভিযোগ অস্বীকার করে জানায়, পরিষেবায় কোনও বিঘ্ন ঘটেনি। মেট্রো পরিষেবা স্বাভাবিকই রয়েছে। কিন্তু সন্ধেবেলা ফের বিভ্রাটের অভিযোগ উঠল। সন্ধে সাতটা নাগাদ শহিদ ক্ষুদিরাম স্টেশন থেকে দমদমের দিকে যাওয়া মেট্রো শোভাবাজার-সুতানুটি স্টেশনে পৌঁছনোর পরেই বিপত্তি ঘটে। মেট্রো স্টেশন ছাড়ার সময় দেখা যায়, দরজা বন্ধ হচ্ছে না। অনেক চেষ্টা করেও মেট্রোর দরজা বন্ধ করা সম্ভব হয়নি। মেট্রোরেলের কর্মীদের পক্ষে এই সমস্যা মেটানো সম্ভব হয়নি। দরজা খোলা অবস্থায় মেট্রোরেল চালানো ঝুঁকিপূর্ণ। এই কারণে যাত্রীদের মেট্রো থেকে নেমে যেতে বলা হয়। শোভাবাজার-সুতানুটি স্টেশনে আধঘণ্টারও বেশি সময় ধরে দাঁড়িয়ে থাকে মেট্রো। অফিস থেকে ফেরার সময় এই ভোগান্তি হওয়ায় ক্ষোভপ্রকাশ করেন অনেক যাত্রী।
মেট্রোরেলে বিভ্রাট নিত্য ঘটনা!
বেশিরভাগ যাত্রীই অভিযোগ করছেন, কলকাতা মেট্রোরেলের ব্লু লাইনে যাতায়াত করা এখন আর আরামদায়ক নেই। প্রায়ই সমস্যায় পড়তে হচ্ছে। অনেক সময় নোয়াপাড়া স্টেশনে ঢোকার আগে, দমদম স্টেশনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকছে মেট্রো। মহানায়ক উত্তম কুমার স্টেশনেও একই ঘটনা দেখা যাচ্ছে। এরই মধ্যে শোভাবাজার-সুতানুটি স্টেশনে এই ঘটনা ঘটল। মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে, প্রবল ভিড়ের কারণে মেট্রোর দরজা বন্ধ করা যাচ্ছিল না। স্বয়ংক্রিয়ভাবে দরজা বন্ধ করা সম্ভব হয়নি। এমনকী, ম্যানুয়ালিও দরজা বন্ধ করা যায়নি। এই কারণে যাত্রীদের নামিয়ে মেট্রোটি কারশেডে পাঠিয়ে দেওয়া হয়েছে। এখন পরিষেবা স্বাভাবিক।
ব্লু লাইনে সমস্যা
আপাতত অনির্দিষ্টকালের জন্য বন্ধ কবি সুভাষ স্টেশন। ফলে এখন কলকাতা মেট্রোরেলের ব্লু লাইনের প্রান্তিক স্টেশন শহিদ ক্ষুদিরাম। যাত্রীদের অভিযোগ, সব মেট্রো শহিদ ক্ষুদিরাম পর্যন্ত যাচ্ছে না। অনেক মেট্রোই মহানায়ক উত্তম কুমার স্টেশন পর্যন্ত যাচ্ছে। ফলে যাত্রীদের সমস্যায় পড়তে হচ্ছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


