News Round-up: সারাদিনের সেরা খবর, সারাদিনের বাছাই করা খবর, যা না পড়লেই নয়। আজকের সেরা পাঁচটি খবরে নজর বুলিয়ে নিন এক মিনিটে। একটা ক্লিকেই সারা দুনিয়ার সেরা খবর পেয়ে যান এশিয়ানেট বাংলার নিউজ রাউন্ড আপে।
১. বৃহস্পতিবার বিধানসভায় তীব্র উত্তেজনা ছড়াল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণের সময় ধস্তাধস্তিতে জড়িয়ে পড়লেন শাসক ও বিরোধী দলের বিধায়করা। সেই সময় অসুস্থ হয়ে পড়েন বিজেপির পরিষদীয় দলের মুখ্য সচেতক শঙ্কর ঘোষ। বিজেপি-র পাঁচ বিধায়ককে সাসপেন্ড করেছেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। সাসপেন্ড হওয়া বিধায়করা হলেন শঙ্কর, মিহির গোস্বামী, অশোক দিন্দা, বঙ্কিম ঘোষ ও অগ্নিমিত্রা পল। অসুস্থ শঙ্করকে জেএন রায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন- Suvendu Adhikari: ‘মমতার স্বৈরাচার খতম হবেই!’ বিধানসভার বাইরে শুভেন্দুর প্রকাশ্যে হুঁশিয়ারি
২. মেখলিগঞ্জের রানীরহাটে পাকিস্তানি টাকা! চাঞ্চল্য ছড়াল জেলাজুড়ে। জানা গিয়েছে বুধবার রাতে রানীরহাট বাজারে এক দোকানদার একটি ১০০ টাকা ও একটি ১০ টাকার পাকিস্তানি নোট কুড়িয়ে পান। রাতে চুপচাপ থাকলেও সকালে ওই দোকানদার স্থানীয়দের এ কথা জানান। এতেই হইচই শুরু হয়েছে। কীভাবে পাকিস্তানি টাকা রানীরহাটে এল তা ঘিরেই কৌতূহল যেমন বেড়েছে তেমনি উদ্বেগও ছড়িয়েছে। চ্যাংড়াবান্ধায় মানি এক্সচেঞ্জ কাউন্টার রয়েছে। সেখানকার ব্যবসায়ীরা জানিয়েছেন, পাকিস্তানি টাকা এক্সচেঞ্জ করা হয় না। ফলে সেই টাকা কোথা থেকে এল তা ঘিরে প্রশ্ন তৈরি হয়েছে।
বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন- রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে পাকিস্তানি নোট! সীমান্তবর্তী জেলায় তীব্র আতঙ্ক
৩. দিল্লির পাশাপাশি পাঞ্জাবের বন্যা পরিস্থিতিও ক্রমশঃ ভয়াবহ হয়ে উঠছে। এখনও পর্যন্ত বন্যায় পাঞ্জাবে অন্তত ৩৭ জনের মৃত্যু হয়েছে। কয়েক লক্ষ মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। সতলুজ, বিয়াস, রাবির মতো নদীগুলির জল বিপদসীমার উপর দিয়ে বইছে। পাঞ্জাবের ২৩টি জেলার প্রায় ১৬৫৫টি গ্রাম জলমগ্ন হয়ে পড়েছে। ৩.৭৫ লক্ষ একর কৃষিজমি জলের তলায়। অনেক জায়গায় বাঁধ ভেঙে গিয়েছে। চাষের ব্যাপক ক্ষতি হয়েছে।
বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন- পাঞ্জাবের ভয়াবহ বন্যা: বিপদসীমার ওপর দিয়ে হুহু করে বইছে নদী, বাড়ছে মৃত্যু-ক্ষয়ক্ষতি
৪. দুর্গাপুজোর আগেই রাজ্যের কয়েক হাজার পার্শ্বশিক্ষকের জন্য সুখবর। তাঁদের বেতন বাড়তে চলেছে। নবান্ন সূত্রে জানা গিয়েছে, পার্শ্বশিক্ষক নাম বদলে অতিরিক্ত সহকারী শিক্ষক নাম রাখা হতে পারে। প্রাথমিক বিদ্যালয়ে পার্শ্বশিক্ষকদের বেতন হতে পারে ৩৫ হাজার টাকা। উচ্চ প্রাথমিকে পার্শ্বশিক্ষকদের বেতন হতে পারে ৪০ হাজার টাকা।
বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন- WB Salary Hike: নবান্নের বড় সিদ্ধান্ত! DA দেওয়ার আগেই বেতন বাড়ল এই সরকারি কর্মীদের!
৫. শুক্রবার ভারতীয় সময় ভোরবেলা বুয়েনস আইরেসে ভেনেজুয়েলার বিরুদ্ধে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ খেলতে নামছে আর্জেন্টিনা। এটাই হয়তো দেশের মাটিতে লিওনেল মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ হতে চলেছে। তেমনই ইঙ্গিত দিয়েছেন আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনি। তিনি জানিয়েছেন, এই ম্যাচ খেলতে নামার আগে আবেগপ্রবণ হয়ে পড়েছেন মেসি।
বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন- শুক্রবারই দেশের মাটিতে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামছেন মেসি! জল্পনা বাড়ালেন স্কালোনি
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


