বিধানসভায় শুভেন্দু-মমতা সাক্ষাৎ! রাজনৈতিক সৌজন্যই এখন বাংলার রাজনীতিতে চর্চার বিষয়, কি বললেন দিলীপ ঘোষ
'সবই আসলে ওঁর ইচ্ছেয় হয়েছে। ওঁর ইচ্ছে ছাড়া এ রাজ্যে গাছের পাতা নড়ে না। উনি কিছু জানেন না, এ কথা হজম করা মুশকিল।' অতিরিক্ত শূন্যপদ তৈরিতে ব্রাত্য বসুর নাম জড়ানো নিয়ে নাম না করে মুখ্যমন্ত্রীকে নিশানা দিলীপ ঘোষ-এর।
শুভেন্দু-মমতা সাক্ষাৎ! শুক্রবার বিধানসভার রাজনৈতিক সৌজন্যই এখন বাংলার রাজনীতিতে চর্চার বিষয়। শুভেন্দুর সঙ্গে মমতার সৌজন্য প্রসঙ্গে দিলীপ বলেন, 'কারও সঙ্গে কারও ব্যক্তিগত সম্পর্ক থাকতেই পারে। বিধানসভা সৌজন্যের জায়গা। সাংবিধানিক ব্যবস্থায় সবাই বসে কথা বলেন। আমার অন্যায় কিছু মনে হয়নি। আমি নিজেও বিরোধী দলের সঙ্গে সৌজন্য রেখেছি।' এদিন তিনি আরও বলেন, 'সবই আসলে ওঁর ইচ্ছেয় হয়েছে। ওঁর ইচ্ছে ছাড়া এ রাজ্যে গাছের পাতা নড়ে না। উনি কিছু জানেন না, এ কথা হজম করা মুশকিল।' অতিরিক্ত শূন্যপদ তৈরিতে ব্রাত্য বসুর নাম জড়ানো নিয়ে নাম না করে মুখ্যমন্ত্রীকে নিশানা দিলীপ ঘোষ-এর।