'বালু বলেছিল দিলীপ ঘোষের ঠ্যাং ভেঙে দেব...তারপর' ঝাঁঝাল আক্রমণে দিলীপ ঘোষ
‘তৃণমূলের সব মন্ত্রীকেই জেলে যেতে হবে। কোন মন্ত্রী রক্ষা পাবেন না এবার। তৃণমূলের সব মন্ত্রীদের কোটি কোটি টাকার সম্পত্তি। যে মুরগি কাটতো সেও এখন ২০০ কোটি টাকার মালিক। মাগুর মাছওয়ালাকে নেতা বানিয়েছেন ৫০০ কোটি টাকার’
'তৃণমূলের সব মন্ত্রীকেই জেলে যেতে হবে। কোন মন্ত্রী রক্ষা পাবেন না এবার। তৃণমূলের সব মন্ত্রীদের কোটি কোটি টাকার সম্পত্তি। যে মুরগি কাটতো সেও এখন ২০০ কোটি টাকার মালিক। মাগুর মাছওয়ালাকে নেতা বানিয়েছেন ৫০০ কোটি টাকার। বালু একবার বলেছিল দিলীপ ঘোষের ঠ্যাং ভেঙে দেব। আমি আজও দুটো পায়ে দাঁড়িয়ে আছি আপনি কিন্তু এক পায়ে। আপনার বাড়ির কুকুর, বিড়াল সকলেই দুর্নীতিতে যুক্ত। এবার সবার কোমরে দড়ি আর তিহার জেল। কাউকে মোদী ডেকেছে, আর কাউকে ইডি ডাকছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পাপের ঘড়া ভর্তি হয়ে গিয়েছে। কলেজ স্ট্রিটের সভা থেকে হুঙ্কার দিলীপ ঘোষের।