'১১ কোটি টাকা! যেখানে হাত দিচ্ছে, টাকা পাচ্ছে' দিলীপ ঘোষের কটাক্ষ রাজ্যকে

বুধবার জাকির হেসেনের তেলকল, চালকল, বিড়ির গোডাউন, অফিসে অভিযান চালায় আয়কর দফতর। জাকির হোসেনের একটি অফিস থেকে পাওয়া যায় ৯ কোটি টাকা। এরপরই তোলপাড় রাজ্য রাজনীতি। এদিন মুখ খুললেন বিজেপি নেতা দিলীপ ঘোষ।

/ Updated: Jan 13 2023, 01:41 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

বুধবার জাকির হেসেনের তেলকল, চালকল, বিড়ির গোডাউন, অফিসে অভিযান চালায় আয়কর দফতর। জাকির হোসেনের একটি অফিস থেকে পাওয়া যায় ৯ কোটি টাকা। এরপরই তোলপাড় রাজ্য রাজনীতি। এদিন মুখ খুললেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। 'কেন্দ্র বলছে ডিজিট্যাল পেমেন্ট করতে হবে। দশ বিশ লাখ টাকা পেমেন্টের জন্য বাড়িতে থাকা স্বাভাবিক। কিন্তু ১১ কোটি টাকা! যেখানে হাত দিচ্ছে, টাকা পাচ্ছে। টাকা উদ্ধার না হলে, তবু হ্যারাসমেণ্ট হয়েছে বলা যেত। এতো যেখানে হাত দিচ্ছে, টাকা বেরিয়েই যাচ্ছে। পার্থবাবুর বাড়িতে গেলে সাড়ে তিনশো কোটি পাবে। কেষ্টবাবুকে নাড়া দিলে সাড়ে পাঁচশো কোটি বেরোবে। সাংসদ, বিধায়কদের বাড়িতে কোটি কোটি টাকা পাবে। তথ্যপ্রমাণ আছে তো। পাবলিক হাসছে।'

Read more Articles on