পুরসভা নিয়োগের দুর্নীতিতে সিবিআই এর মামলায় অভিযুক্ত হয়ে জেল হেফাজতে থাকা অয়ন শীলের জামিনের আবেদন খারিজ করে দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ (Calcuta High Court)। হাইকোর্টে আবারও ধাক্কা খেলেন পুরো নিয়োগ দুর্নীতি (Munic

কলকাতা: পুরসভা নিয়োগের দুর্নীতিতে সিবিআই এর মামলায় অভিযুক্ত হয়ে জেল হেফাজতে থাকা অয়ন শীলের জামিনের আবেদন খারিজ করে দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ (Calcutta High Court)।

হাইকোর্টে আবারও ধাক্কা খেলেন পুরো নিয়োগ দুর্নীতি (Municipality Scam) মামলায় অন্যতম অভিযুক্ত হয়ে জেল হেফাজতে থাকা হুগলির প্রোমোটার অয়ন শীল (Ayan Shil)। বুধবার তাঁর জামিনের আবেদন খারিজ করে দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। ফলে তাঁকে জেলেই থাকতে হবে (West Bengal News)।

জানা গিয়েছে, শিক্ষক নিয়োগ দুর্নীতির(SSC Recruitment Scam) তদন্ত করতে গিয়ে অয়ন শীলের নাম কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি'র হাতে আসে। তাঁর বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে পুরসভায় বেআইনি নিয়োগ সংক্রান্ত অসংখ্য নথি পায়ে ইডি (ED)। ২০২৩ সালে কলকাতা হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই অভিযোগের ভিত্তিতে সিবিআই (CBI) তদন্তের নির্দেশ দেন। তাঁকে গ্ৰেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এরপর শিক্ষক নিয়োগ দুর্নীতিতেও তাঁর নাম জড়ানোয় ইডি এবং সিবিআই- দুই তদন্তকারী সংস্থাই গ্রেফতার করে তাঁকে। পরে সেই দু'টি মামলাতেই জামিন পেলেও পুরো নিয়োগ দুর্নীতিতে সিবিআই-এর মামলায় হাইকোর্ট তাঁর জামিন মঞ্জুর করল না। ফলে তাকে জেলেই থাকতে হবে।

বুধবার অয়ন শীলের জামিনের আবেদনের মামলার শুনানিতে সিবিআই আদালতে দাবি করে, 'এখনও তদন্ত এখনও শেষ হয়নি। পুরসভার পরীক্ষায় যাঁরা পাশ করতে পারেননি তাঁদের বেআইনি ভাবে চাকরি দেওয়ার ক্ষেত্রে অয়ন শীলের ভূমিকা রয়েছে। মোট ১৭টি পুরসভায় এই তদন্ত চলছে। অন্য আরও পুরসভা নিয়েও তদন্ত চলছে। এই দুর্নীতিতে আরও ব্যক্তির যুক্ত থাকার সম্ভবনা আছে।' অয়ন শীলের আইনজীবী পাল্টা দাবি করেন, 'শুধুমাত্র দক্ষিণ দমদম পুরসভা নিয়েই তদন্ত হয়েছে। চার্জশিট জমা পড়েছে। বাকি ১৬টি পুরসভার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আটক থাকতে হবে অয়ন শীলকে?'

সূত্রের খবর, সব পক্ষের বক্তব্য শুনে অয়ন শীলের জামিনের আবেদন খারিজ করে দেন বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।