সংক্ষিপ্ত
তবে এই অক্টোবর মাসেই আবার রাজ্যজুড়ে রয়েছে একাধিক ড্রাই ডে। তাই স্বাভাবিকভাবেই চিন্তায় পরেছে সুরাপ্রেমীরা।
দুর্গাপুজোয় আর মাসখানেকও বাকি নেই। উৎসবের মরশুমের প্ল্যান পরিকল্পনা শুরু হয় গিয়েছে ইতিমধ্যেই। এরমধ্যেই আবার সুরাপ্রেমীদের কাছে চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে ড্রাই ডে। অক্টোবর মাসের শুরু থেকেই একের পর এক উৎসব। এই পুজোর সময় বাংলায় প্রচুর পরিমানে মদ বিক্রি হয়। যার ফলে রাজ্যের কোষাগাড়েও ঢোকে মোটা অঙ্কের টাকা। তবে এই অক্টোবর মাসেই আবার রাজ্যজুড়ে রয়েছে একাধিক ড্রাই ডে। তাই স্বাভাবিকভাবেই চিন্তায় পরেছে সুরাপ্রেমীরা।
ড্রাই ডে হল কিছু বিশেষ বাছাই করা দিন, যেসব দিনে অ্যালকোহল বিক্রি ও পরিবেশনের ক্ষেত্রে নিষেধাজ্ঞা থাকে। শুধু তাই নয়, কোনও বার, হোটেল বা রেস্তোরাঁতেও অ্যালকোহল পরিবেশন নিষিদ্ধ থাকে। শুধুমাত্র রাজ্য আবগারি দফতর যদি কোনও ড্রাই ডে তে মদ বিক্রিতে ছাড় দেওয়া হয় তবেই মদ বিক্রি করা যায় এই দিনে। মূলত জনসাধারণের মধ্যে শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখার জন্য অথবা কোনও সম্প্রদায়ের ধর্মীয় বিশ্বাসকে সম্মান জানানোর জন্য এই ড্রাই ডে পালন করা হয়। পুজোর মাসেও একাধিক দিনে ড্রাই ডে থাকছে। কোন কোন দিন মদ বিক্রি হবে না দেশে? দেখে নেওয়া যাক।
কোন কোন দিন ড্রাই ডে?
- ২ অক্টোবর - গান্ধী জয়ন্তী
- ৮ অক্টোবর - মহারাষ্ট্রে নিষিদ্ধ সপ্তাহ হওয়ায় বন্ধ থাকবে মদের দোকান।
- ২৪ অক্টোবর - দশেরা
- ২৮ অক্টোবর - বাল্মীকি জয়ন্তি
- ৩০ অক্টোবর - হরিজন দিবস