রেল সূত্রে খবর মিলেছে, কাঁকুড়গাছিতে পয়েন্ট খারাপ থাকার কারণে ৪ নম্বর লাইনে ট্রেন চলাচল করতে পারছে না। ডাউনে ২ নম্বর লাইন দিয়ে ট্রেন চালানোর চেষ্টা চলছে। ফলে দমদম থেকে শিয়ালদহ লাইনে পরপর দাঁড়িয়ে রইল লোকাল ট্রেন। শিয়ালদহে ঢুকতে পারল না কোনও ট্রেন । 

কাঁকুড়গাছিতে একটি পয়েন্ট বিকল আর এরই জেরে বুধবার দমদম থেকে শিয়ালদহের মাঝে একের পর এক ট্রেন থমকে দাঁড়িয়ে । চরম ভোগান্তির শিকার হলেন রেলযাত্রীরা। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, দ্রুততার সঙ্গে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।

রেল সূত্রে খবর মিলেছে, কাঁকুড়গাছিতে পয়েন্ট খারাপ থাকার কারণে ৪ নম্বর লাইনে ট্রেন চলাচল করতে পারছে না। ডাউনে ২ নম্বর লাইন দিয়ে ট্রেন চালানোর চেষ্টা চলছে। ফলে দমদম থেকে শিয়ালদহ লাইনে দুপুরে পর পর দাঁড়িয়ে রইল লোকাল ট্রেন। শিয়ালদহে ঢুকতে পারল না কোনও ট্রেন ।

গত শনি এবং রবিবার এই লাইনে কাঁকুড়গাছিতে নন-ইন্টারলকিংয়ের কাজ চলেছিল প্রায় ৫২ ঘণ্টা ধরে । দুর্ভোগে পড়েছিলেন হাজার হাজার যাত্রী। ফের কাঁকুড়গাছিতে পয়েন্ট খারাপ থাকার কারণে সাময়িকভাবে ভোগান্তি বাড়ল যাত্রীদের ।

রেলযাত্রীদের মাধ্যমে জানা গিয়েছে, বুধবার দুপুরে দমদমে পর পর দাঁড়িয়ে রয়েছে হাসনাবাদগামী ট্রেন ও গোবরডাঙা লোকাল । কাঁকুড়গাছির আগে দমদম-শিয়ালদহের মধ‍্যে দাঁড়িয়ে রয়েছে ডানকুনি, দত্তপুকুর লোকাল । রেলের যন্ত্রবিভ্রাটের কারণে কোনও ট্রেন শিয়ালদহ ঢুকতে পারছে না। এর ফলে বিপাকে পড়েছেন রেলযাত্রীরা। গন্তব্যে পৌঁছানোর উদ্দেশ্যে অনেক যাত্রীকেই ট্রেন থেকে নেমে লাইন ধরে হাঁটা শুরু করতে দেখা যায় । অনেকে হেঁটে এগিয়ে গিয়ে দমদম থেকে নির্দিষ্ট জায়গায় যেতে বাস ধরে নিয়েছেন।

পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক জানিয়েছেন,কাঁকুড়গাছিতে একটি পয়েন্ট খারাপ হওয়ার ফলে ১, ২ এবং ৪ নম্বর লাইনে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে । এখন ১ এবং ২ নম্বর আপ ও ডাউন লাইনে ট্রেন চলাচল শুরু করা সম্ভব হয়েছে। ৪ নম্বর দিয়েও খুব তাড়াতাড়ি চালানো সম্ভব হবে ট্রেন । তিন নম্বর লাইন ঠিক আছে। ফলে খুব শীঘ্রই স্বাভাবিক হয়ে যাবে ট্রেন পরিষেবা ।ধীরে ধীরে ট্রেন চলাচল স্বাভাবিক হলে বিকেলে অফিস টাইমে ফেরার জন্য যাত্রীদের কোন সমস্যা হবে না।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।