Durga Puja 2023 : ৪১ পল্লী ক্লাব, কলকাতার প্রথম সিলিকনের দুর্গা! মানবী রূপেই পূজিতা হচ্ছেন মহামায়া

প্রতি বছর থাকে চমক। এবারও তার অন্যথা হয়নি। কলকাতার প্রথম সিলিকনের দেবী মূর্তি দর্শনার্থীদের জন্য উপহার দিল ৪১ পল্লী ক্লাব। কারণ অষ্টমীর দিন থেকে পরের বছরের থিম এবং পুজো পরিকল্পনা শুরু হয়ে যায় ৪১ পল্লী ক্লাবে।

/ Updated: Oct 25 2023, 12:56 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

প্রতি বছর থাকে চমক। এবারও তার অন্যথা হয়নি। কলকাতার প্রথম সিলিকনের দেবী মূর্তি দর্শনার্থীদের জন্য উপহার দিল ৪১ পল্লী ক্লাব। কারণ অষ্টমীর দিন থেকে পরের বছরের থিম এবং পুজো পরিকল্পনা শুরু হয়ে যায় ৪১ পল্লী ক্লাবে। এমনটাই জানাচ্ছেন এ বছরের দুর্গোৎসব কমিটির সম্পাদক শুভজিৎ রায়। দীর্ঘ ভাবনার যে ফল তা আপনাকে মুগ্ধ করবেই। ক্লাবের এ বছরের থিম বেনারসের বিভিন্ন ঘাট এবং তার আশপাশের চিত্রপট। বিভূতি মাখা সাধু থেকে প্রাচীন স্থাপত্য সবই স্থান পয়েছে মণ্ডপ সজ্জায়। এক কথায় অনবদ্য ভাবনা এবং তার রূপ দেওয়া। এশিয়ানেট বাংলার বিচারে এই পুজো এ বছর শহরের সেরা ৫টি পুজোর মধ্যে একটি।