- Home
- West Bengal
- Kolkata
- ঘনাচ্ছে নিম্নচাপ, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন পুজোয় কোন কোন জেলায় হবে বৃষ্টি
ঘনাচ্ছে নিম্নচাপ, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন পুজোয় কোন কোন জেলায় হবে বৃষ্টি
পুজোর আগে নিম্নচাপের জেরে রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। তবে পুজোর সময় ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানা গিয়েছে।
- FB
- TW
- Linkdin
পুজোর আগেই দেখা দিচ্ছে নিম্নচাপের ভ্রুকুটি। শুক্রবার থেকে কলকাতা-সহ সব জেলাতেই দেখা যাচ্ছে বৃষ্টি। বৃষ্টির পূর্বাভাসের কথা জানিয়েছে আবহাওয়া দফতর।
পুজোর মুখে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা এখনও জলমগ্ন। এর মধ্যে ফের নিম্নচাপের চোখরাঙানি। যার জেরে রবিবার পর্যন্ত বৃষ্টিতে ভিজবে রাজ্য।
শুক্রবারই নিম্নচাপ তৈরি হয়েছে উত্তর বঙ্গোপসাগরে। যার জেরে কাল কয়েক পশলা হালকা মাঝারি বৃষ্টি হয়েছে।
তারপরেও দিন অর্থাৎ আজও বৃষ্টি চলবে নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান, হুগলি ও দুই ২৪ পরগনায়।
রবিরার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানা গিয়েছে। তেমনই পুজোয় বৃষ্টির হবে কি না, তা নিয়ে চিন্তায় সকলে। সদ্য আবহাওয়া দফতর থেকে নিশ্চিত খবর দিল এই প্রসঙ্গে।
পুজোয় দুর্যোগের কোনও সম্ভাবনা নেই। হাওয়া অফিস সূত্রে খবর পঞ্চমী থেকে দশমীর মধ্যে ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। সূত্রের খবর পুজোর আগে বৃষ্টির সম্ভাবনা বাড়লেও পুজোয় বৃষ্টির কথা তেমন নেই।
পুজোর মধ্যে বিক্ষিপ্তভাবেই দু এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। তবে, পুজোয় ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।
তবে এই সময় আর্দ্রতাজনিত অস্বস্তি থাকতে পারে। বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়ার সম্ভাবনা আছে। তবে বৃষ্টি হবে না।
অর্থাৎ বাঙালির শ্রেষ্ট উৎসব দুর্গাপুজোয় কোনও বৃষ্টির সম্ভাবনা নেই। রবিবার পর্যন্ত হতে পারে বৃষ্টি। তবে, পঞ্চমি থেকে দশমী পর্যন্ত কোনও বৃষ্টি হবে না বলে আশা করা যাচ্ছে।