- Home
- West Bengal
- Kolkata
- পুজোর অনুদানের অর্থ না নিলে মিলবে না বাকি সুবিধা? ফের ভাবনাচিন্তা শুরু কমিটির সদস্যদের
পুজোর অনুদানের অর্থ না নিলে মিলবে না বাকি সুবিধা? ফের ভাবনাচিন্তা শুরু কমিটির সদস্যদের
- FB
- TW
- Linkdin
হাতে আর মাত্র কদিন। তারপরই মর্ত্যে আসছেন মা দুর্গা। প্রতিবার পুজোর জন্য এককালীন টাকা ছাড়াও আরও বেশ কয়েকটি সুবিধা দিয়ে থাকে সরকার।
এবার এককালীন ৮৫ হাজার টাকা দেওয়া হচ্ছে ক্লাবগুলোকে। তবে, অনেক ক্লাবই এবছর টাকা নেবেন না বলে স্থির করেছেন। যা নিয়ে জল ঘোলা হয়েছে বিস্তর।
অগস্ট থেকে চলছে আর জি কর আন্দোলন। এক মহিলা চিকিৎসকের দেহ উদ্ধার হয়েছিল সেখান থেকে। এখন এই ঘটনার চলছে তদন্ত। ন্যায় বিচার পাওয়ার দাবিতে এখনও চলছে আন্দোলন।
আর জি কর কাণ্ডের প্রতিবাদ করতে অনেক ক্লাব সরকারি পুজো অনুদান নেবে না বলে স্থির করেছিলেন। স্থানীয় থানায় সে কথা জানানও। এবার বাজ ভেঙে পড়ল তাদের মাথায়।
শোনা যাচ্ছে, আর্থিক অনুদান না নিলে মিলবে না বাকি সুবিধাও। প্রতিবার পুজোর জন্য এককালীন টাকা দেওয়া হয়। এর মধ্যে আছে পুরকর, দমকলের লাইসেন্স এবং বিদ্যুৎ বিলে ছাড়। এই তিন খাতে ৮০ থেকে ১ লক্ষ ২৫ হাজার টাকা পর্যন্ত ছাড় মেলে।
এ প্রসঙ্গে বিধাননগর কমিশনারেটের এক কর্তা বলেন, এ রকম কোনও কথা আমাদের কোনও অফিসার বলেছেন বলে আমার জানা নেই। আমাদের দায়িত্ব পুজোর অনুদানের চেক বিলি করা।
সল্টলেকের যে কমিটি সরকারি অনুদান নেবে না বলে স্থির করেছিল, তার মধ্যে অন্যতম সি-এ, বি-সি, বি-এল, আই-এ ব্লক। অভিযোগ, তারা অনুদান প্রত্যাখানের কথা জানানোর পর বিধাননগর দক্ষিণ থানার পক্ষ থেকে উদ্যোক্তাদের জানিয়ে দেওয়া হয়েছে দুর্গাপুজোর অনুদান স্বরূপ ৮৫ হাজার টাকা না নিলে বাকি সুবিধা মিলবে না।
তবে, এই নিয়ে দ্বিমত আছে। বি-সি ব্লক পুজোর কমিটির সম্পাদক সম্রাট পাল হলেন, … একথা এখনও তাদের বলা হয়নি।
আবার সল্টলেকের আই-এ ব্লকও বাসিন্দাদের রীতিমতো চিন্তায়। অনুদান না নিলে বাকি সুবিধা পাবে না এই আশঙ্কা থেকে নতুন করে সরকারি অনুদানের বিষয় ভাবনাচিন্তা শুরুর দাবি তুলেছেন ব্লকের বেশ কিছু বাসিন্দা।
আপাতত বিষয়টি নিয়ে আছে ধোঁয়াশা। এখন দেখার বাস্তবে অনুদান না নিলে বাকি সুবিধা থেকেও বঞ্চিত হন কি না পুজো কমিটির সদস্যরা।