- Home
- West Bengal
- Kolkata
- রোজ মাত্র ৬ ঘন্টা ডিউটি! বাংলার সরকারি কর্মীদের জন্য দুর্দান্ত ঘোষণা নবান্নের, কারা পাবেন এই সুবিধা?
রোজ মাত্র ৬ ঘন্টা ডিউটি! বাংলার সরকারি কর্মীদের জন্য দুর্দান্ত ঘোষণা নবান্নের, কারা পাবেন এই সুবিধা?
কয়েক হাজার সরকারি কর্মীর (Government Employees) ডিউটির সময় কমানো হল। প্রতিদিন ৮ ঘন্টা নয়, এবার থেকে তাঁরা ৬ ঘণ্টা করে ডিউটি করবেন বলে জানানো হয়েছে। দিন প্রতি ২ ঘন্টা সময় কমানোর ঘোষণা নবান্নের। কারা পাবেন এই সুবিধা?
110

Image Credit : stockPhoto
বাইরে অসহ্য গরম! মে মাসের তাপপ্রবাহে কার্যত জ্বলেপুড়ে খাক রাজ্যবাসী।
210
Image Credit : Getty
দক্ষিণবঙ্গের (South Bengal) একাধিক জেলার তাপমাত্রা ৪০-এর ওপরে ছুঁয়ে ফেলেছে।
310
Image Credit : Social Media
প্রখর রোদে কার্যত বাইরে বেরনো দায়!
410
Image Credit : our own
এবার সেদিকে নজর রেখে কয়েক হাজার সরকারি কর্মীর (Government Employees) ডিউটির সময় কমানো হল।
510
Image Credit : Getty
এবার থেকে তাঁরা ৬ ঘণ্টা করে ডিউটি করবেন বলে জানানো হয়েছে।
610
Image Credit : Asianet News
দিন প্রতি ২ ঘন্টা সময় কমানোর ঘোষণা নবান্নের। কারা পাবেন এই সুবিধা?
710
Image Credit : stockPhoto
সরকারি চাকরি মানেই শুধু অফিসে বসে কাজ নয়। এমন বহু বিভাগ রয়েছে যেখানকার কর্মীদের ‘ফিল্ড ওয়ার্ড’ করতে হয়।
810
Image Credit : stockPhoto
শীত, গ্রীষ্ম, বর্ষা সবসময়ই রাস্তায় নেমে কাজ করেন তাঁরা।
910
Image Credit : Getty
উদাহরণ হিসেবে ট্রাফিক পুলিশের কথা বলা যায়। এবার তাপমাত্রা বাড়তেই তাঁদের ডিউটির সময় ২ ঘণ্টা করে কমানো হল।
1010
Image Credit : Getty
প্রখর গরম থেকে রেহাই দিতেই ট্রাফিক পুলিশের ডিউটির সময় কমানোর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
Latest Videos

